কলকাতা: পাক ক্রিকেট টিমের অন্যতম চর্চিত তারকা বাবর আজম। তিনি ২২ গজ থেকে দূরে থাকলেও লাইমলাইট থেকে দূরে থাকেন না। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজের শেষ ২টো টেস্টের স্কোয়াডে বাবর আজমকে (Babar Azam) রাখেনি পিসিবি ক্রিকেট মহলে অনেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছে। এরপর থেকে অনেকেই সরব হয়েছেন বাবরকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ২টো টেস্টে টিমে না রাখার জন্য। ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন বাবর। বোর্ড যতই বলুক তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, তা মানতে নারাজ অধিকাংশই। অনেকেই বাবরের খারাপ ফর্মের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) অতীতে খারাপ ফর্মের তুলনা করছেন। শুধু তাই নয়, অন্যান্য সময়ও কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়। যা মোটেও ভালো ভাবে নিচ্ছেন না রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এ বার নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন তা নিয়ে গর্জে উঠেছেন।
রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম ফের সুযোগ পেলে রানে ফিরবেন। কিন্তু তাঁর সঙ্গে বিরাটের তুলনা মেনে নিচ্ছেন না ভারতীয় সিনিয়র অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি নিশ্চিত যে বাবর যদি সুযোগ পায়, তা হলে ফের রান করবে। ওর ক্লাস রয়েছে। কিন্তু আমার মনে হয় বিরাট কোহলি ও বাবর আজমের যে তুলনা টানা হয়, সেটা বন্ধ করা উচিত। ওরা এক সারিতে আসে না।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম ভালো ক্রিকেটার। কিন্তু বিরাটের ধারে কাছে নেই বাবর। এমনটাই মনে করেন অশ্বিন। তাঁর কথায়, ‘আমি দুঃখিত। বাবর আজমকে আমি দুর্দান্ত প্লেয়ার মনে করি। কিন্তু বিরাট কোহলি ওর থেকে অনেক এগিয়ে রয়েছে। বিশ্ব ক্রিকেটে এমন এমন সময় যে চাপ নিয়ে বিরাট খেলেছে, তা অন্য কেউ করেছে বলে মনে হয় না। ওর সামনে কেউ নেই। আর যদি টেস্ট ক্রিকেটে ওর কাছে কেউ আসে, তা হলে সেটা জো রুট।’