Rohit on Ashwin: বিশ্বকাপের টিমে ঢুকছেন? হঠাৎই রোহিতের ভাবনায় অশ্বিন
বিশ্বকাপের টিম ঘোষণা হয়ে গিয়েছে। তিন স্পিনার সুযোগ পেয়েছেন টিমে। এক মাসও আর বাকি নেই বিশ্বকাপের। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় টিমে কি এখনও বদলের সম্ভাবনা আছে? রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো কেউ ঢুকে পড়তে পারেন? সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খোদ রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু সেই ইঙ্গিত দিয়েছেন।
নয়াদিল্লি: বিশ্বকাপের (World Cup 2023) টিম ঘোষণা হয়ে গিয়েছে। তিন স্পিনার সুযোগ পেয়েছেন টিমে। এক মাসও আর বাকি নেই বিশ্বকাপের। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় টিমে কি এখনও বদলের সম্ভাবনা আছে? রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো কেউ ঢুকে পড়তে পারেন? সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খোদ রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু সেই ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথা ধরলে, বিশ্বকাপের টিমে ‘সারপ্রাইজ এন্ট্রি’ হতেই পারে অশ্বিনের। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ বিশ্বকাপে। তার আগে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তাতেই কি সুযোগ পেতে চলেছেন অশ্বিন? TV9Bangla Sports এ বিস্তারিত।
এশিয়া কাপের ফাইনালের আগে অক্ষর প্যাটেল চোট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দরকে হঠাৎই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফাইনালেও জায়গা পেয়ে গিয়েছিলেন তিনি। টিমে কোনও অফস্পিনার না থাকার জন্য সমালোচনা কম হচ্ছে না। অক্ষরের বদলি হিসেবে কি তাই টিমে নেওয়া হতে চলেছে অশ্বিনকে। চেন্নাই সিনিয়র অফস্পিনার টিমে থাকা মানে ব্যাটিং গভীরতাও বাড়া। বিপক্ষ টিমের ব্যাটাররাও নিশ্চিন্তে থাকতে পারবেন না। এশিয়া কাপ ফাইনালের টিমে থাকলেও বল করার সুযোগ পাননি সুন্দর। কিন্তু অশ্বিনের টিমে ঢোকার সম্ভাবনাকে ওড়াচ্ছেন না রোহিত। তাঁর কথায়, ‘স্পিনার অলরাউন্ডার হিসেবে অশ্বিন কিন্তু আমাদের ভাবনায় আছে। ওর সঙ্গে এ নিয়ে আমার ফোনে কথাও হয়েছে। অক্ষরের চোটটা শেষ মুহূর্তে হয়েছে। ওয়াশিংটনকে সেই সময় পাওয়া সম্ভব ছিল। সেই কারণেই ওকে উড়িয়ে আনা হয়েছিল। ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা পূরণ করার চেষ্টা করেছে। ওয়াশিংটন এশিয়া কাপের টিমেও ছিল। তাই ম্যাচ ফিটও বলা যেতে পারে। কোন প্লেয়ারকে কী ভূমিকায় চাইছি, সেটা খুব পরিষ্কার করে দিয়েছি প্রত্যেককে। প্রত্যেকেই ভাবনায় আছে।’
দল ঘোষণা করা হলেও চোট-আঘাতজনিত কারণে টিমে বদল করা সম্ভব। আর সেটা করতে হলে ২৮ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। শুধু যে অক্ষরকে নিয়ে প্রশ্ন আছে, তাই নয়। শ্রেয়সের চোটও চিন্তায় রেখেছে ভারতীয় টিমকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে খেললেও বাকি ম্যাচে তাঁকে আর পাওয়া যায়নি। এ নিয়ে কম কথাও উড়ছে না। রোহিত বলছেন, ‘ফাইনালের জন্য তৈরি ছিল না শ্রেয়স। বলতে পারি, ৯৯ শতাংশ তৈরি ও। নেটে ওর ব্যাটিং দেখে ভালো লাগছিল। দীর্ঘ সময় ফিল্ডিং করেছে। আমরা মাঠে নামার আগেই কিন্তু ও মাঠে চলে এসেছিল। মনে হয় না ওকে নিয়ে খুব বেশি চিন্তার কারণ আছে।