Ravindra Jadeja: টিম থেকে বাদ নাকি বিশ্রামে? রবীন্দ্র জাডেজাকে নিয়ে গুঞ্জন থামালেন আগরকর

Jul 24, 2024 | 12:06 PM

India Tour of Sri Lanka: শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩টি টি-২০ ম্যাচের পাশাপাশি ৩টি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই সফরের ওডিআই স্কোয়াডে রবীন্দ্র জাডেজার নাম নেই। তারপর থেকে শোনা যাচ্ছিল, তা হলে কি টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ওডিআই ম্যাচ খেলে নিয়েছেন জাডেজা?

Ravindra Jadeja: টিম থেকে বাদ নাকি বিশ্রামে? রবীন্দ্র জাডেজাকে নিয়ে গুঞ্জন থামালেন আগরকর
Ravindra Jadeja: টিম থেকে বাদ নাকি বিশ্রামে? রবীন্দ্র জাডেজাকে নিয়ে গুঞ্জন থামালেন আগরকর
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মার মতো টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ভারতীয় অলরাউন্ডার জানিয়েছিলেন, ওডিআই, টেস্ট খেলা তিনি চালিয়ে যাবেন। অবশ্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। এই সফরে তিনটি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে ভারত। সেই ওডিআই স্কোয়াডে জাডেজার নাম নেই। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তা হলে কি দল থেকে বাদ পড়লেন জাডেজা? এই প্রশ্নও উঠছিল। বিশেষ করে এই প্রশ্ন জোরাল হয়েছিল, কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারেতর ওডিআই স্কোয়াডে বিরাট ও রোহিতের নাম রয়েছে। তা হলে কেন জাড্ডু নেই এই সিরিজে?

ভারতের জার্সিতে কী শেষ ওডিআই ম্যাচ খেলে নিলেন জাডেজা? অনেকেই এ কথা ভাবছিলেন। শ্রীলঙ্কা সফরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এমনটাও শোনা যাচ্ছিল। এ বার শ্রীলঙ্কা যাওয়ার আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর এক প্রেস কনফারেন্স করেছেন। তাতে আগরকর পরিষ্কার করেন, জাডেজাকে দল থেকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে।

নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, ‘এই ছোট্ট তিন ম্যাচের সিরিজে অক্ষর ও জাডেজাকে একসঙ্গে নেওয়ার কোনও মানে হয় না। কারণ ২ জনকে একসঙ্গে কোনও ম্যাচে খেলানো যাবে না। বিশ্বকাপে ও দারুণ খেলেছে। ওকে দল থেকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কথা মাথায় রেখে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

তা হলে রবীন্দ্র জাডেজাকে এ বার কোন ফর্ম্যাটে খেলতে দেখা যাবে? আগরকর বলেন, ‘সামনে বড় টেস্ট সিরিজ আসছে। সেখানে ওকে ভালো পারফর্ম করতে হবে। তাই এই বিরতিতে ও সম্পূর্ণ তরতাজা হয়ে উঠতে পারবে। তবে এখনও ও এই (ওডিআই) ফর্ম্যাটের সদস্য। আমাদের জন্য ও গুরুত্বপূর্ণ সদস্যও।’

অজিত আগরকরের পাশাপাশি গৌতম গম্ভীরও বলেন, ‘শ্রীলঙ্কা সফরের পর আমাদের ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। আমি আশাবাদী সেই ১০টা টেস্ট ম্যাচে আমরা ভালো পারফর্ম করব। ওই ১০টা টেস্টের জন্য যাঁরা অনেকে এই সিরিজে নেই, যেমন রবীন্দ্র জাডেজা। আমি মনে করি, ওই টেস্ট ম্যাচগুলোর জন্য জাডেজা গুরুত্বপূর্ণ।’

Next Article