IND vs BAN: টেস্টে জাডেজার ৩০০, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী হওয়ার পালা

Sep 30, 2024 | 2:24 PM

India vs Bangladesh, 2nd Test: চিপকে বড় ব্যবধানে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছিল। এ বার কানপুর টেস্ট জেতাই লক্ষ্য ভারতের। এই টেস্টের ২টো দিন নষ্ট হয়েছিল। আজ চলছে চতুর্থ দিনের খেলা।

IND vs BAN: টেস্টে জাডেজার ৩০০, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী হওয়ার পালা
IND vs BAN: টেস্টে জাডেজার ৩০০, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী হওয়ার পালা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: অবশেষে টেস্টে তিনশো উইকেটের রেকর্ড গড়লেন রবীন্দ্র জাডেজা। কানপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার খলিদ আহমেদকে ফিরিয়ে এই নজির গড়েছেন জাড্ডু। খলিদ শূন্যে ফিরতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) দ্বিতীয় টেস্টের আর একটা দিন বাকি রয়েছে। চতুর্থ দিন দ্বিতীয় সেশন চলাকালীন ২৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। এ বার টিম ইন্ডিয়ার বিধ্বংসী হওয়ার পালা।

কানপুর টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে ৩টি উইকেট হারায় বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর বাংলাদেশ স্কোরবোর্ডে ২৮ রান তোলে। তাতেই হারিয়ে ফেলে বাকি থাকা ৪টে উইকেট। সোম-সকালে প্রথম সেশনে মুশফিকুর রহিমকে ফেরান জসপ্রীত বুমরা। লিটন দাসের উইকেট নেন মহম্মদ সিরাজ। আর সাকিব আল হাসানকে প্যাভিলিয়নে পাঠান অশ্বিন।

এরপর দ্বিতীয় সেশন চলাকালীন মেহেদি হাসান মিরাজের উইকেট তুলে নেন বুমরা। মিরাজ করেন ২০ রান। পরপর বাকি উইকেট হারিয়ে ফেলে টাইগার্সরা। ৫ রান করে মাঠ ছাড়েন তাইজুল ইসলাম। বুমরা তাঁকে বোল্ড আউট করেন। নবম উইকেটটি নেন মহম্মদ সিরাজ। হাসান মাহমুদকে ১ রানে এলবিডব্লিউ করেন। আর বাংলাদেশর শেষ উইকেটে লেখা ছিল জাডেজার নাম। খলিদ আহমেদকে শূন্যে কট অ্যান্ড বোল্ড করেন জাডেজা। থেমে যায় বাংলাদেশের ইনিংস। সেঞ্চুরিয়ন মোমিনুল হক ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এই টেস্ট জিততে হলে এ বার শুরু থেকেই ভারতকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে হবে।

টেস্টে ৩০০ উইকেটের মালিক হয়ে এলিট গ্রুপে প্রবেশ করেছেন রবীন্দ্র জাডেজা। প্রথম ভারতীয় অফ-স্পিনার হিসেবে টেস্টে ৩০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন জাড্ডু। কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিনের পর জাডেজা ভারতের তৃতীয় ক্রিকেটার যাঁর নামে টেস্টে ৩ হাজারের বেশি রান ও ৩০০টি উইকেট রয়েছে।

Next Article