Ravindra Jadeja: টেস্ট থেকে অবসর, জল্পনা ওড়ালেন জাডেজা

তিন ধরনের ক্রিকেটেই জাডেজা অত্যন্ত সফল। বল হাতে তো বটেই, ব্যাটেও অবদান রেখেছেন অনেক ম্যাচে। টিম যখনই চাপে পড়েছে, জাডেজার লড়াইয়ে চাপ কাটিয়েছে ভারতীয় টিম।

Ravindra Jadeja: টেস্ট থেকে অবসর, জল্পনা ওড়ালেন জাডেজা
Ravindra Jadeja: টেস্ট থেকে অবসর, জল্পনা ওড়ালেন জাডেজা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 15, 2021 | 7:10 PM

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) যখন পাল্টা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন বোর্ডকে, তখন আর এক জাতীয় ক্রিকেটার ‘জবাব দিচ্ছেন’ সমালোচকদের। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের (India Tour of South Africa) টেস্ট টিম থেকে বাদ গিয়েছেন তিনি। সেই রবীন্দ্র জাডেজাকে নিয়ে হঠাত্‍ই গুঞ্জন ছড়াতে শুরু করে, তিনি নাকি টেস্ট থেকে অবসর নিতে পারেন! যার জবাব দিলেন বাঁ হাতি অলরাউন্ডার।

টুইটারে জাডেজা স্পষ্ট বলে দিলেন, ‘যারা বন্ধু নয়, তারা গুজবে বিশ্বাস করে। আর যারা বন্ধু, তারা বিশ্বাস রাখে আমার উপর। অনেকখানি পথ যাওয়া বাকি।’

তিন ধরনের ক্রিকেটেই জাডেজা অত্যন্ত সফল। বল হাতে তো বটেই, ব্যাটেও অবদান রেখেছেন অনেক ম্যাচে। টিম যখনই চাপে পড়েছে, জাডেজার লড়াইয়ে চাপ কাটিয়েছে ভারতীয় টিম। আইপিএল ১৫-তে চেন্নাইয়ের সবচেয়ে দামি ক্রিকেটার জাডেজাই। সবচেয়ে বেশি টাকা দিয়ে তাঁকে রিটেইন করেছে সিএসকে। আইপিএলে (IPL) ধারাবাহিক সাফল্য তো বটেই, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটেও দারুণ পারফর্ম করেছেন অতীতে। দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে তাঁকে না পাওয়া টিমের বড় ক্ষতি, তা নিয়ে কোনও সংশয় নেই। অলরাউন্ডার জাডেজাকে নিয়ে গুজব ছড়িয়েছে, তিনি হয়তো টেস্ট টিম থেকে অবসর নিতে পারেন। যার জবাব দিতে গিয়ে টেস্ট খেলার সাদা পোশাক পরা ছবি পোস্ট করেছেন তিনি।

গত ১২ মাস ধরে হাতের চোট ভোগাচ্ছে জাডেজাকে। যে কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। ৩৩ বছরের ক্রিকেটার এ বার ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে। ৫৭ টেস্টে একটা সেঞ্চুরি সহ ২১৯৫ রান করেছেন তিনি। ২৩২টা উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষৎ, ‘বীরুদের ব্যাপারটাই আলাদা’, বললেন সচিন

আরও পড়ুন: বিরাট-রোহিত বিতর্ক, ‘কেউই টিমের উর্ধ্বে নয়’, বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

আরও পড়ুন: Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?