Rajat Patidar: দলের হারের দিন ইতিহাসের পাতায় রজত পাতিদার, সচিনকে ছাপিয়ে গেলেন RCB ক্যাপ্টেন

RCB, IPL 2025: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে আরসিবি হেরেছে। দল হারলেও এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক এক রেকর্ড গড়েছেন।

Rajat Patidar: দলের হারের দিন ইতিহাসের পাতায় রজত পাতিদার, সচিনকে ছাপিয়ে গেলেন RCB ক্যাপ্টেন
দলের হারের দিন ইতিহাসের পাতায় রজত পাতিদার, ছাপিয়ে গেলেন সচিনকেImage Credit source: BCCI

Apr 19, 2025 | 10:36 AM

কলকাতা: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে আরসিবি হেরেছে। দল হারলেও এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক এক রেকর্ড গড়েছেন। আর সেই সুবাদে রজত পাতিদার (Rajat Patidar) ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। আর তাতে তৈরি হয়েছে ইতিহাস। কী রেকর্ড গড়েছেন রজত?

আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ১০০০ রানের রেকর্ডে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন রজত পাতিদার। মাস্টার ব্লাস্টার আইপিএলে ৩১ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। আর সেখানে রজত ৩০ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন। বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কালের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আরসিবির হয়ে ১ হাজারের বেশি রানের নজির গড়লেন রজত। সব মিলিয়ে ৩৪ ম্যাচে তিনি করেছেন ১০০৮ রান। ১টি সেঞ্চুরি সহ রয়েছে ৯টি হাফসেঞ্চুরি। প্রসঙ্গত, পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্র-রাতের ম্যাচে রজত ১৮ বলে ২৩ রান করেন। তাতে ছিল ১টি চার, ১টি ছয়।

উল্লেখ্য, আইপিএলে দ্রুততম ১ হাজার রানের তালিকায় শীর্ষে সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের এই ক্রিকেটার ২৫টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। ফলে ৩০ ইনিংসে আইপিএলে হাজার রান করার তালিকায় এখন দুইয়ে রজত। তিন নম্বরে সচিন তেন্ডুলকরের পাশাপাশি রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ইয়েলোব্রিগেডের ক্যাপ্টেন ৩১ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। চারে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের রাইজিং স্টার তিলক ভার্মা। তিনি ৩৩ ইনিংসে আইপিএলে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন।