
কলকাতা: এ বারের আইপিএলে বেশিরভাগ দলগুলোই অভিযোগ তুলছে যে, মিলছে না ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ। মনপসন্দ পিচ মিলছে না, জানিয়েছেন একাধিক দলের ক্যাপ্টেন। এ বার ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে বিরাট কোহলির আরসিবি। বৃষ্টির কারণে শুক্র-রাতের ম্যাচের ওভার কমে হয় ১৪ ওভারের। সেই ম্যাচে মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণে হারতে হয়েছে আরসিবিকে। এই হারের কারণে লজ্জার নজিরও গড়েছে বিরাট কোহলির দল। এই রেকর্ড আইপিএলের ইতিহাসে কোনও দলের নেই।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির ম্যাচ হারের সংখ্যা দাঁড়াল ৪৬টি। আইপিএলের ইতিহাসে কোনও এক ভেনুতে একটি দলের সর্বাধিক ম্যাচ হারের নজির আর নেই। ঘরের মাঠে হারের নিরিখে কোনও দল হিসেবে আরসিবি শীর্ষে। কারণ বেঙ্গালুরুতে বিরাট কোহলিরা এই নিয়ে ৪৬টি আইপিএল ম্যাচে হারের মুখ দেখলেন।
আইপিএলের ম্যাচে ঘরের মাঠে সবথেকে বেশি হারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা আরসিবির থেকে একটি কম, অর্থাৎ ৪৫টি ম্যাচ হোম গ্রাউন্ডে (অরুণ জেটলি স্টেডিয়ামে) হেরেছে। এই তালিকার তিনে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআর আইপিএলের ৩৮টি ম্যাচ হেরেছে। চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স (৩৪টি ম্যাচ এমআই হেরেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে) ও পঞ্জাব কিংস (৩০টি ম্যাচ হেরেছে মোহালিতে)।