RCB vs PBKS, IPL 2025 Final: চ্যাম্পিয়ন হোক বিরাট-ব্রিগেড, পুজো-হোম-যজ্ঞ কিছুই বাদ দিলেন না RCB ভক্তরা

IPL 2025 Final: আর মাত্র একটা ম্যাচে জয় চাই, তা হলেই আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। পঞ্জাব কিংসকে এই তো প্রথম কোয়ালিফায়ারে দাপটের সঙ্গে হারাল বেঙ্গালুরু। তাই ফাইনালেও শ্রেয়স আইয়ারের দলকে হারানো সম্ভব। এমনটাই মনে করছে আরসিবির সমর্থকরা।

RCB vs PBKS, IPL 2025 Final: চ্যাম্পিয়ন হোক বিরাট-ব্রিগেড, পুজো-হোম-যজ্ঞ কিছুই বাদ দিলেন না RCB ভক্তরা
চ্যাম্পিয়ন হোক বিরাট-ব্রিগেড, পুজো-হোম-যজ্ঞ কিছুই বাদ দিলেন না RCB ভক্তরা

Jun 03, 2025 | 6:28 PM

কলকাতা: বিরাট কোহলির স্বপ্নপূরণ হবে নাকি শ্রেয়স আইয়ার গড়বেন ইতিহাস? এইরকম নানা খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেতে হলে, সকলকে নজর রাখতে হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর মাত্র একটা ম্যাচে জয় চাই, তা হলেই আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। পঞ্জাব কিংসকে এই তো প্রথম কোয়ালিফায়ারে দাপটের সঙ্গে হারাল বেঙ্গালুরু। তাই ফাইনালেও শ্রেয়স আইয়ারের দলকে হারানো সম্ভব। এমনটাই মনে করছে আরসিবির সমর্থকরা। মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে আরসিবির জয় কামনা করে হোম, যজ্ঞ কিছুই বাদ দিলেন না দলের অনুরাগীরা।

পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে দক্ষিণের নানা মন্দিরে আরসিবির ভক্তরা দল যেন চ্যাম্পিয়ন হয়, এই মনস্কামনা নিয়ে পুজো দিয়েছেন। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে আরসিবির বহু অনুরাগী হোম-যজ্ঞের আয়োজনও করেছেন। সকলের একটাই প্রার্থনা বিরাট কোহলির হাতে উঠুক ১৮তম আইপিএলের ট্রফি। 

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মন্দিরে আরসিবির জার্সি ধরে দাঁড়িয়ে রয়েছেন এক ভক্ত। একে একে তিনি নাম বলছেন আরসিবির ক্রিকেটারদের, আর পুরোহিতমশাই সেই নামগুলি ধরে ধরে পুজো করছেন।

আইপিএলের বহু দলের প্রচুর ফ্যানবেস রয়েছে। তবে আরসিবির ভক্তরা যেন বরাবরই আলাদা। দল সাফল্যের ছোঁয়া না পেলেও, তাঁরা কখনও ভরসা হারাননি। যে কারণে আরসিবির ক্রিকেটাররাও ভক্তদের আবেগের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই আরসিবির অনুরাগীদের নানা ছবি-ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কখনও আরসিবির ভক্ত মহাকুম্ভে দলের জার্সি ডোবাচ্ছেন। কখনও আবার বিয়ের মণ্ডপে সদ্য বিবাহিত বর-বউ আরসিবির জার্সি ধরে পোজ় দিচ্ছেন। বেঙ্গালুরুর ভক্তদের এই সকল কারনামাই বলে দেয়, দলটার প্রতি তাঁদের ভালোবাসা ঠিক কতটা।