RCB, IPL 2025: ফাইনালের কাউন্টডাউন শুরু, রবি-দুপুরে কতক্ষণ অনুশীলনের অনুমতি পেল আরসিবি?

পঞ্জাব কিংসকে মুল্লানপুরে হারিয়ে এ বারের আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। আজ, রবিবার পাওয়া যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমের দ্বিতীয় ফাইনালিস্টকে। এই আবহে বিরাট-ব্রিগেড মুখিয়ে রয়েছে আইপিএল ফাইনালের (IPL Final) জন্য।

RCB, IPL 2025: ফাইনালের কাউন্টডাউন শুরু, রবি-দুপুরে কতক্ষণ অনুশীলনের অনুমতি পেল আরসিবি?
ফাইনালের কাউন্টডাউন শুরু, রবি-দুপুরে কতক্ষণ অনুশীলনের অনুমতি পেল RCB?Image Credit source: PTI

Jun 01, 2025 | 1:13 PM

কলকাতা: উত্তেজনায় টগবগ করে ফুটছেন আরসিবির (RCB) ক্রিকেটাররা। দীর্ঘ ১৭ বছর আইপিএল ট্রফির খরা চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পঞ্জাব কিংসকে মুল্লানপুরে হারিয়ে এ বারের আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। আজ, রবিবার পাওয়া যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমের দ্বিতীয় ফাইনালিস্টকে। এই আবহে বিরাট-ব্রিগেড মুখিয়ে রয়েছে আইপিএল ফাইনালের (IPL Final) জন্য। আজ, রবিবার আমেদাবাদে অনুশীলন করবে আরসিবি। প্রস্তুতির জন্য কতক্ষণ সময় পেলেন বিরাট-সল্টরা?

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, আজ, রবিবার ৩ ঘণ্টা অনুশীলনের সুযোগ পাচ্ছে আরসিবি। কারণ, আজ, আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাই গ্রাউন্ড-বি-তে আরসিবি ৩ ঘণ্টা প্র্যাক্টিস করতে চলেছে। এ বার ট্রফি বেঙ্গালুরু শিবিরে আনতে মরিয়া বিরাটরা। সেই পথে আরসিবি সামনে কোন দলকে পায়, সেই দিকেই আপাতত সকলের নজর। 

জানা গিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৩টে অবধি অনুশীলন করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। যেহেতু সন্ধেতে আমেদাবাদে ম্যাচ, তাই সেখানে বিকেলের পর, সন্ধেতে বা রাতে প্র্যাক্টিসের অনুমতি পায়নি আরসিবি। শনিবার, ৩১ মে বেঙ্গালুরু টিমের সদস্যরা আমেদাবাদে পৌঁছেছেন। এ বার শেষ ম্যাচে আরসিবির শুধু বাজিমাতের অপেক্ষা।