কলকাতা: বরাবর বলা হয়েছে মাথা ভারী টিম। একগাদা তারকা। কিন্তু ফসল ফলে না। বছর বছর আইপিএল (IPL) আসে যায়, ট্রফি আসে না। এই প্রথম যেন অতীত থেকে একটু শিক্ষা নিতে চাইছেন টিম মালিকরা। আর তাই একটু অন্য ভাবে সাজানো হল অঙ্ক। একটু অন্য ছকে নতুন মরসুমে আত্মপ্রকাশের রাস্তা ধরতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই পরিকল্পনা মতো বিরাট কোহলিকেই (Virat Kohli) মুখ রেখে রিটেন লিস্ট প্রকাশ করল আরসিবি। তাতে দেখা যাচ্ছে বিরাটের জন্য রাখা হয়েছে ২১ কোটি টাকা। রেখে দেওয়ার তালিকায় আর মাত্র ২টি নাম। রজত পাতিদার ও যশ দয়াল।
বিরাট কোহলি আর আরসিবি ঠিক যেন একে অপরের পরিপূরক। দলের প্রয়োজনে কোহলি যে কোনও কিছু করতে পারেন। ঠিক যেমনটা পঁচিশের আইপিএলে তিনি করবেন। ২০০৮ সাল থেকে আরসিবি শিবিরের সদস্য বিরাট। টুর্নামেন্টের ১৭টা মরসুম এই জার্সিতেই দেখা গিয়েছে কোহলিকে। ২০১৩ সালে আরসিবির নেতৃত্বের দায়িত্ব পান বিরাট। ২০২১এ ছেড়েছেন দায়িত্ব। সেই বিরাটকে ২১ কোটি দেওয়ার পিছনে অন্য যুক্তি যে কাজ করছে তা পরিষ্কার হয়ে গেল। ফাফ ডু’প্লেসির বয়স হয়েছে। তাঁকে আর ক্যাপ্টেন হিসেবে রাখতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি। অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার থেকে সহজ যুক্তি ছিল বিরাটকে আবার মসনদে ফেরানো। সেই কাজ দায়িত্ব নিয়ে করেছেন কর্তারা।
আরসিবির সবচেয়ে দামি ক্রিকেটারের নাম বিরাট কোহলি। রজত পেলেন ১১ কোটি। আনক্যাপড যশ ৫ কোটি। এখানেও কাজ করছে অন্য একটি যুক্তি। আরসিবি কখনও পরিবেশ, পিচ অনুযায়ী টিম তৈরি করার চেষ্টা করে না। বরাবর তারকার পিছনেই ছুটেছে বেঙ্গালুরু। সেই আরসিবি যেন ক্রিকেট ভারসাম্যের দিকে ঝুঁকতে চাইছে বিরাট-রজত-যশের জন্য খরচ হয়েছে এখনও পর্যন্ত মোট ৩৭ কোটি টাকা। ১২০ কোটি টাকা যদি ব্যাঙ্ক ব্যালেন্স হয়, তা হলে ৮৩ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আরসিবি। অর্থাৎ গুছিয়ে দল করার একটা সুযোগ থাকছে। সেই সুযোগ কি কাজে লাগাতে পারবে? নাকি বিপুল টাকা নিয়েও সেই মাথা ভারী দলই আবার খাড়া করবে বেঙ্গালুরু?