AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শারীরিক ও মানসিক হেনস্থা, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক… আইপিএলজয়ী তারকার বিরুদ্ধে মুখমন্ত্রীর কাছে অভিযোগ

কয়েক দিন আগেও তাঁকে নিয়ে কত চর্চা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য। টিমকে চ্যাম্পিয়ন করার জন্য। পুরো আইপিএল জুড়ে ধারাবাহিক ভাবে অসাধারণ পারফর্ম করার জন্য। সেই তাঁর বিরুদ্ধে থানায় জমা পড়ল অভিযোগ।

শারীরিক ও মানসিক হেনস্থা, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক... আইপিএলজয়ী তারকার বিরুদ্ধে মুখমন্ত্রীর কাছে অভিযোগ
শারীরিক ও মানসিক হেনস্থা, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক... আইপিএলজয়ী তারকার বিরুদ্ধে মুখমন্ত্রীর কাছে অভিযোগ
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 8:16 PM
Share

কলকাতা: কয়েক দিন আগেও তাঁকে নিয়ে কত চর্চা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য। টিমকে চ্যাম্পিয়ন করার জন্য। পুরো আইপিএল জুড়ে ধারাবাহিক ভাবে অসাধারণ পারফর্ম করার জন্য। সেই তাঁর বিরুদ্ধে থানায় জমা পড়ল অভিযোগ। মানসিক, শারীরিক ও আর্থিক ভাবে একটি মেয়েকে হেনস্তা করার জন্য। যা বিরাট বিপদে ফেলে দিয়েছে ওই ক্রিকেটারকে। তিনি খেলেন বিরাট কোহলির টিমে। আরসিবির হয়ে সদ্য জিতেছেন আইপিএল। তাঁর নাম কী? যশ দয়াল। বাঁ হাতি পেসার বড়সড় বিপদে পড়তে চলেছে।

গত পাঁচ বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে যশ। দুই পরিবারের সঙ্গে কথাও হয়েছে একাধিকবার। প্রেম পরিণয়ের দিকে গড়াবে, এমনই ধরে নেওয়া হয়েছিল। সেই মেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনারায়ণের কাছে আবেদন করেছেন সুবিচারের জন্য। যশ দয়ালের বিরুদ্ধে স্থানীয় থানা ব্যবস্থা নাও নিতে পারে, সেই কারণেই সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ওই মেয়েটি। যশের বিরুদ্ধে কী অভিযোগ? একটি ওয়েবসাইটের খবর, বেশ কিছু দিন ধরেই মেয়েটিকে শারীরিক, মানসিক ও আর্থিক ভাবে নিঃস্ব করে দিয়েছিলেন। মানসিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে। আর নিতে না পেরেই মেয়েটি অভিযোগ করেছে।

শোনা যাচ্ছে, ওই মেয়েটির সঙ্গে প্রেম করা কালীনই আরও একটি মেয়েরে সঙ্গে সম্পর্কে ছিলেন যশ। যা জানাজানি হতেই যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মেয়েটি দাবি করেছেন, অর্থনৈতিক ও সামাজিক ভাবে নিঃস্ব হয়ে গিয়েছেন তিনি। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময়ও আইপিএল জিতেছিলেন যশ। অবশ্য বাঁ হাতি পেসার তাঁর বিরুদ্ধে এই অভিযোগের কোনও জবাব এখনও দেননি।