
কলকাতা: একেই বলে মধুর প্রতিশোধ। আইপিএলে (IPL) রিভেঞ্জ উইকে আরসিবি (RCB) প্রমাণ করেছে এই দলটা বাইরে বাঘ! এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ঘরের মাঠে হেরেছিল আরসিবি। এরপর শ্রেয়স আইয়ারের ঘরের মাঠে এসে বিরাটরা দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচের পর বলিউড সুপারস্টার সলমন খানের পুরনো একটি পোস্ট ভাইরাল। সেই পোস্টটি টেনে আরসিবি প্রীতি জিন্টার দলকে ট্রোলও করেছে।
রবিবার মুল্লানপুরে ৭ উইকেটে জয়ের পর সলমন খানের ২০১৪ সালের একটি টুইট (বর্তমানে টুইটার বদলে হয়েছে এক্স) ভাইরাল। যেখানে সলমন লেখেন, ‘জিন্টার দল কি জিতে গিয়েছে?’ সেই টুইটের রিপ্লাইতে আরসিবি লিখেছে, ‘সরি ভাই, আজ নয়।’ এখানেই শেষ নয়। রয়েছে আরও টুইস্ট।
Sorry bhai, not today. 😌 https://t.co/9ZJgFY087H
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 20, 2025
পঞ্জাব কিংস আরসিবিকে তাদের ঘরের মাঠে হারানোর পর বিরাট কোহলির নাচের স্টেপ নকল করে এক ভিডিয়ো শেয়ার করেছিল। এ বার পঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারিয়ে আরসিবি আরও এক বদলা নিয়েছে। যেখানে আরসিবি এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে। ক্যাপশনে লেখা, ‘প্রত্যেকটা মাস্টারপিসের একটা কপি আছে। আসলে টিকে থাকা উচিত। উপভোগ করো।’
Every masterpiece has a copy. Stick to the original. Enjoy. 😊#PlayBold pic.twitter.com/tIqAMAgEok
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 20, 2025
আরসিবি শুরু কথায় নয়, কাজে দেখিয়েছে যে তারা কী পারে। যে কারণে শ্রেয়সদের হারানোর পর তারই প্রতিফলন দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবলের তিনে আরসিবি। ৮ ম্যাচ খেলে আরসিবির জয় ৫টি, হার ৩টি। পয়েন্ট ১০।