RCB vs CSK: চিন্নাস্বামীতে বিরাট বনাম মাহি, বেঙ্গালুরুর আবহাওয়ার কী পরিস্থিতি?

Bengaluru Weather Forecast: বেঙ্গালুরুর আবহাওয়া ক্ষণে ক্ষণে মেজাজ বদলাচ্ছে। ঠিক যেন লন্ডন ওয়েদার। ভারত বর্ষের বিভিন্ন ভেনুর মধ্যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থা খুবই ভালো। বৃষ্টি থামলে ম্যাচের জন্য মাঠ তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে সমস্যা, বৃষ্টি হওয়া এবং কোন সময় থামছে তা নিয়ে। ম্যাচ হওয়া সবচেয়ে বেশি জরুরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যই।

RCB vs CSK: চিন্নাস্বামীতে বিরাট বনাম মাহি, বেঙ্গালুরুর আবহাওয়ার কী পরিস্থিতি?
Image Credit source: X
Follow Us:
| Updated on: May 18, 2024 | 5:12 PM

গত কয়েক সপ্তাহ ধরেই বেঙ্গালুরুতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের সবচেয়ে আলোচিত ম্যাচেও কি বৃষ্টির প্রভাব পড়তে পারে? কী পরিস্থিতি সেখানকার? এই নিয়ে যেমন চিন্তা বেঙ্গালুরুর, তেমনই পুরো দেশের ক্রিকেট প্রেমীদের। এ বারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচের উপর নির্ভর করছে প্লে-অফের চতুর্থ দল কোনটি হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটিকে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালও বলা যায়।

বেঙ্গালুরুর আবহাওয়া ক্ষণে ক্ষণে মেজাজ বদলাচ্ছে। ঠিক যেন লন্ডন ওয়েদার। ভারত বর্ষের বিভিন্ন ভেনুর মধ্যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থা খুবই ভালো। বৃষ্টি থামলে ম্যাচের জন্য মাঠ তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে সমস্যা, বৃষ্টি হওয়া এবং কোন সময় থামছে তা নিয়ে। ম্যাচ হওয়া সবচেয়ে বেশি জরুরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যই।

চেন্নাইয়ের রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে, আরসিবির ১২ পয়েন্ট। ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগ হবে। ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে চেন্নাই সুপার কিংস। ম্যাচ হওয়া নিয়েই আশঙ্কা। আপাতত বেঙ্গালুরুর আকাশ পরিষ্কার। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে সন্ধের দিকে বৃষ্টি হতে পারে। ম্যাচ শুরুর কথা সন্ধে ৭.৩০ মিনিটে। আধ ঘণ্টা আগে অর্থাৎ ৭টায় টস। সে সময়ই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, টস পিছিয়ে যেতে পারে।

পরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা, নিশ্চয়তা নেই। সে দিক থেকে বলা যায়, শেষ বারের মতো মুখোমুখি হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। আশঙ্কা সেই আবহাওয়া।