
ভারতীয় ক্রিকেটের বর্তমান এবং ভবিষ্যৎ। বেশ কয়েকজনকে নিয়ে এমনই বলা যায়। তেমনই একজন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের প্রিন্স নামে পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন। নেতৃত্বেও নজর কেড়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। আজ মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ।
জোড়া জয় দিয়ে অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটো অ্যাওয়ে ম্যাচের পর এ বার ঘরের মাঠে নামছে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি। ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও দায়িত্ব পালন করছেন। কিন্তু বেঙ্গালুরুতে আকর্ষণের কেন্দ্রে অবশ্যই বিরাট কোহলি। ব্যাটিংয়ের নিরিখে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কিং কোহলি বনাম প্রিন্স শুভমন গিলও বলা যায়।
মেগা অকশনের কারণে এ মরসুমে প্রতিটি দলেই বড় রকমের বদল হয়েছে। আরসিবির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ। বিরাট কোহলির সঙ্গে তাঁর সেলিব্রেশন সমর্থকদের অন্যতম সেরা মুহূর্ত। এ বার তাঁকে রিটেন করেনি আরসিবি। অকশনেও ফেরায়নি। সেই সিরাজ নামবেন গুজরাট টাইটান্সের জার্সিতে। ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ অনন্য মুহূর্ত হয়ে দাঁড়াল।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছোট বাউন্ডারি। ফলে হাইস্কোরিং ম্যাচেরই প্রত্যাশা। যদিও প্রতি বলে মারার লোভ সংবরণ করতে না পারলে ব্যাটাররা যে সমস্যায় পড়বেন, বলাই যায়। আরসিবিতে যেমন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, ক্রুনাল পান্ডিয়ার মতো অভিজ্ঞ বোলার রয়েছেন, তেমনই টাইটান্স শিবিরে রাবাডা, সিরাজ, প্রসিধ কৃষ্ণ, সাই কিশোরদের ভুললে চলবে না। সব মিলিয়ে একটা টানটান ম্যাচের প্রত্যাশা। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
এই ম্যাচে কোনও দলই কম্বিনেশনে বদল করতে চাইবে না, এমনটাই প্রত্য়াশা করা হচ্ছে। তবে গত ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন শুভমনের ওপেনিং সঙ্গী সাই সুদর্শন। যা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সাই খেলতে না পারলে সুযোগ দেওয়া হতে পারে আরসিবির প্রাক্তনী অনুজ রাওয়াতকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট বিকল্প: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা/রশিক সালাম দার
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট বিকল্প: সাই সুদর্শন/অনুজ রাওয়াত, শুভমন গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা