
কলকাতা: আরসিবির (RCB) গুরুদায়িত্ব এ বার রজত পাতিদারের (Rajat Patidar) কাঁধে। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের পর থেকে আলোচনা হচ্ছিল যে, কে হবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন ক্যাপ্টেন। বারবার ক্রিকেট মহলে আলোচনা হচ্ছিল যে বিরাট কোহলি আবার নেবেন আরসিবির ক্যাপ্টেনের দায়িত্ব। বৃহস্পতিবার সব জল্পনার অবসান হয়েছে। আরসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রজত পাতিদারকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। বিরাটের জায়গায় রজতকে অধিনায়ক কেন করা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এরই মাঝে আরসিবির নতুন ক্যাপ্টেন তাঁর মনের কথা জানিয়েছেন।
বেঙ্গালুরুর ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে রজত পাতিদার বলেন, “খুবই ভালো লাগছে। আমি খুব একটা প্রকাশ করতে পারি না। তবে পরিস্থিতিটা ভালো বুঝি। শান্ত থাকি। এবং আত্মবিশ্বাসী। আমাদের টিমের প্রচুর লিডার রয়েছেন। ফলে আমি খুবই লাকি।” মধ্যপ্রদেশের তারকা রজত কি টের পেয়েছিলেন যে তাঁকে আরসিবির ক্যাপ্টেন বানানো হবে? এর উত্তরে তিনি বলেন, “আভাষ আগেই পেয়েছিলাম। তবে বলেছিলাম, আমি আগে রাজ্য টিমের ক্যাপ্টেন্সি করতে চাই। যখন জানতে পারি, বিরাট আর আমার মধ্যে কেউ একজন ক্য়াপ্টেন হবে আরসিবির, তখন খুবই খুশি ছিলাম। অনুভূতিটা বলে বোঝাতে পারব না।”
রজত জানিয়েছেন, তিনি আরসিবির দায়িত্ব পেলেন ঠিকই। একইসঙ্গে এই সময় তিনি বেশ কিছু জিনিস শিখতে চান কোহলির থেকে। তিনি বলেন, “বিরাটের মতো প্লেয়ার আমার ক্যাপ্টেন্সিতে খেলবে, তাতে অবশ্য আমার চাপ নেই। বিরাটকে দীর্ঘ সময় চিনি। আমার কাছেই বরং দারুণ সুযোগ। ওর চিন্তাভাবনা আমাকে আরও সফল ক্যাপ্টেন তৈরি করবে। এই দায়িত্ব নেওয়ার আগে বিরাটের সঙ্গে সেইভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে ও যেভাবে ম্যাচ পড়তে পারে, সেটা দ্রুত শিখতে চাই।”
আরসিবির নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার টিমের নতুন ক্যাপ্টেন ঘোষণার পর বলেন, “বিরাটের মতো সিনিয়র টিমে থাকা খুবই ভালো। প্রত্যেকটা মানুষ আলাদা হয়। ক্যাপ্টেন মানে সকলকে একইরকম হতে হবে, এমণ কোনও কারণ নেই। প্রত্য়েকেরই নিজস্ব স্টাইল থাকে। বিরাটের এনার্জি, মোটিভেশন, ৩৬ বছরের একজন ক্রিকেটার মাঠে যে ভাবে সকলকে তাতিয়ে রাখে, ও সকলের রোল মডেল। নেতিবাচক কোনও বিষয়ই নয়। রজত ওর থেকে ক্রিকেট বুদ্ধি শিখতে পারবে। রজতের দায়িত্ব, বিরাটের পরামর্শ শোনা, তারপর সিদ্ধান্তটা নিজেরই নেওয়া। ও নিজের সিদ্ধান্ত নিজে নিক, এটাই কাম্য। চাপের মুহূর্তে যেই পরামর্শ দিতে এগিয়ে আসুক, রজতকে অবশ্যই শুনতে হবে। কিন্তু সিদ্ধান্ত নিজের।”