RCB, IPL 2025: RCB-র ২.৬ কোটি যায়নি জলে, টেস্ট ডেবিউতে দুরন্ত হাফসেঞ্চুরিতে প্রমাণ করলেন বছর একুশের জ্যাকব
Jacob Bethell: কয়েকদিন আগে জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ২.৬ কোটি দিয়ে ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেলকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বছর একুশের তরুণ তুর্কি আইপিএলে খেলার আগে জাতীয় দলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে।
কলকাতা: কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট মহলে ইংল্যান্ডের এক তরুণ ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি জ্যাকব বেথেল (Jacob Bethell)। তাঁকে নিয়ে আলোচনার কারণ? আসলে আইপিএলের মেগা নিলামে (IPL Mega Auction) তাঁকে ২.৬ কোটি টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর থেকেই বছর একুশের এই তরুণ তুর্কিকে নিয়ে খোঁজখবর শুরু করেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার জ্যাকবের সদ্য টেস্ট অভিষেক হয়েছে। তাতে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তারপর নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, আরসিবির ২.৬ কোটি জলে গেল না।
ক্রাইস্টচার্চে ব্রাইডন কার্সের আগুনে বোলিংয়ের সুবাদে ইংল্যান্ড কিউয়িদের প্রথম টেস্টে হারিয়েছে। ৩ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছেন বেন স্টোকসরা। হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তোলে ৩৪৮ রান। ব্রাইডন কার্স নেন ৪ উইকেট। তিনি ছাড়া শোয়েব বশির নেন ৪ উইকেট। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৯ রানে। ম্যাট হেনরি নেন ৪টি উইকেট। তিনটি নাথান স্মিথের।
এই খবরটিও পড়ুন
এরপর দ্বিতীয় ইনিংসে কিউয়িদের বিরুদ্ধে ১৯.১ ওভারে ৬ উইকেট তুলে নেন ব্রাইডন কার্স। ক্রিস ওকস নেন ৩টি। যার ফলে ২৫৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ১০৪ রানের টার্গেট ছিল ইংল্যান্ডের সামনে। সেখানে ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে জুটি বাঁধতে দেননি ম্যাট হেনরি। ১ রানে ফেরেন ক্রলি। এরপর বেন ডাকেটের সঙ্গে জুটি বাঁধেন ডেবিউ টেস্ট খেলতে নামা জ্যাকব বেথেল। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ডাকেট ২৭ করে আউট হন। বেথেলের পাশাপাশি ১৫ বলে ২৩ অপরাজিত থেকে টিমকে জিতিয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। উল্লেখ্য, জ্যাকব প্রথম ইনিংসে ১০ রান করেছিলেন। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ব্রাইডন কার্স।
এ বার আরসিবির জার্সিতে আইপিএলে খেলার অপেক্ষায় রয়েছেন জ্যাকব। তিনি বলেছেন, ‘আরসিবির হয়ে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আরসিবির অনুরাগীরা অসাধারাণ। আমি তাঁদের দেখেছি। তাঁরা নিঃসন্দেহে অসাধারণ। তোমাদের সামনে খেলার অপেক্ষা করছি।’
Jacob Bethell said “I am so excited to play for RCB – RCB fans are amazing & I have seen you guys, you guys are just Amazing. I can’t wait to play in front of you, RCB fans”. pic.twitter.com/QxjnVHKs0L
— Johns. (@CricCrazyJohns) December 1, 2024