Asia Cup 2023: ‘বাংলাদেশের কাছে ভারত হারায় শান্তি পাচ্ছে পাকিস্তানিরা’, কে বললেন এমন কথা?
IND vs BAN: বাংলাদেশের কাছে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হেরেছে। তারপর থেকে একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতের এই হার নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। এ বার এক প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়েছেন, সাকিব আল হাসানরা ভারতকে হারানোয় তিনি-সহ পাকিস্তানিরা শান্তি পেয়েছেন।
নয়াদিল্লি: ২২ গজে কোন দল কখন চমক দেখাবে, তা কেউ বলতে পারে না। চলতি এশিয়া কাপে ভারত আর বাংলাদেশের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য ছিল। সেই বাংলাদেশই এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে। বাংলাদেশের কাছে ভারতের (India) হারে সাকিব আল হাসানরা যতটা খুশি ঠিক ততটাই খুশি পাকিস্তানিরা। এ কথা বলেছেন এক প্রাক্তন পাক তারকা। তাঁর কথায়, ‘বাংলাদেশের কাছে ভারত হারায় পাকিস্তানিরা কিছুটা শান্তি পাবে। আমিও আছি সেই তালিকায়।’ কিন্তু এ কথা বললেন কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ফাইনালের আগে বাংলাদেশের কাছে ভারতের হার নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার জানান, পাকিস্তানিরা টিম ইন্ডিয়ার হার দেখে খানিক স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে ভারত হেরেছে। লজ্জাজনক হার। বেশি সমালোচনা করা যায় না। অনেকে পাকিস্তানের সমালোচনা করছে। যে শ্রীলঙ্কার কাছে হেরে গেল। শ্রীলঙ্কা তো ভালো দল। বাংলাদেশও তেমনই ভালো দল। আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। বিশ্বমঞ্চে একাধিক বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। বাংলাদেশ ভারতকে দারুণভাবে হারিয়েছে। ভারতের হারে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। তবে আমার মনে হয়ে ভারতের জন্য এটা একটা সতর্ক বার্তা। পাকিস্তানকে হারিয়েছে বলে নিজেদের সেরা ভাবার সুযোগ নেই।’
Big loss to India. Bangladesh had a shining victory. pic.twitter.com/y958ZJmeYC
— Shoaib Akhtar (@shoaib100mph) September 15, 2023
এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক লড়াই দেখা যাবে না। এ বার বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি হবে দুই দল। প্রাক্তন পাক পেসার শোয়েব বলেন, ‘আমরা অনেকেই বলছি ভারত আর পাকিস্তান বিশ্বকাপের অন্যতম ফেভারিট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে এই দুটো টিম সেমিফাইনালে যাবে। ব্যাপারটা কিন্তু এমন নয়। ছোট দলগুলোও চাপ তৈরি করতে পারে। যে কোনও টিমই চমকে দেওয়ার ক্ষমতা রাখে। শুভমনের শতরান কাজে এল না। উল্টে বাংলাদেশ জানিয়ে দিয়ে গেল বিশ্বকাপে কিন্তু আমরাও আছি।’
আসন্ন ওডিআই বিশ্বকাপে এ বার ফের দেখা যাবে ভারত-পাক মহারণ। ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবেন রোহিত-বাবররা।