Richa Ghosh: বাইশ গজ ও ব়্যাঙ্কিং দুইয়েই দাপট, ব্যাটারদের তালিকায় বড় লাফ রিচার

ICC T20I Rankings: দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে অনবদ্য শিলিগুড়ির কিপার ব্যাটার রিচা ঘোষ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচ রিচার ব্যাটে জিতেছে ভারত।

Richa Ghosh: বাইশ গজ ও ব়্যাঙ্কিং দুইয়েই দাপট, ব্যাটারদের তালিকায় বড় লাফ রিচার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 12:59 AM

দুবাই: বাইশ গজে দাপট দেখাচ্ছেন। তার সুফল পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। ১৯ বছরের ক্রিকেটার কেরিয়ার সেরা টি-২০ ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন। মেয়েদের আইসিসি টি-২০ ব্যাটারদের (ICC T20 Ranking) ক্রমতালিকায় বড়সড় লাফ রিচার। ১৬ ধাপ উপরে উঠে এসে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে সেরা ২০তে ঢুকে পড়লেন। লাগাতার তিনটি ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। তার মধ্যে দুটি ম্যাচে জিতেছে ভারত। দুরন্ত ফর্মে থাকা রিচার ব়্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ারই কথা। রিচা ছাড়াও নজর কাড়ছেন পেসার রেণুকা সিং ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে পাঁচ উইকেট তুলে নিয়ে অনবদ্য রেকর্ড গড়েছেন রেণুকা (Renuka Singh Thakur)। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান পেসারও ব়্যাঙ্কিংয়ে এগোলেন। এটাই কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং রেণুকার। সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে রিচা, রেণুকাদের ক্রমতালিকায় উন্নতি এই তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কয়েকগুণ। বিস্তারিত TV9 Banglaর এই প্রতিবেদনে।

পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩১ রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৪১ ও ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন রিচা। টুর্নামেন্টে প্রথমবার আউট হন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তাও শূন্য রানে। তবে হতাশ হওয়ার অবকাশ নেই। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে সেরা ২০জনের তালিকায় রয়েছে ভারতের পাঁচ ব্যাটার। তার মধ্যে একজন রিচা। স্মৃতি মান্ধানা তৃতীয়, শেফালি ভার্মা দশম, জেমাইমা রডরিগজ ১২তম স্থানে এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর রয়েছেন ১৩তম জায়গায়। রিচার স্থান ২০ নম্বরে।

রেণুকা সিং ঠাকুরকে টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পুরস্কার দিল আইসিসি। বোলারদের ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে ছিলেন তিনি। দুই ধাপ উপরে উঠে এসে তাঁর স্থান পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে বাংলার দীপ্তি শর্মা। একধাপ নীচে নেমে গিয়েছেন স্নেহ রানা। ১২ থেকে ১১-তে নেমে এসেছেন তিনি। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে অবনতি হয়েছেন দীপ্তির। দ্বিতীয় থেকে চতুর্থ নম্বরে এসে পৌঁছেছেন। তালিকার প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। স্মৃতির পর উইমেন্স প্রিমিয়র লিগে সেরা দর পেয়েছেন গার্ডনার।