IPL : আগামী আইপিএলে দিল্লিতে সৌরভ-পন্টিং থাকছেন? পার্থ জিন্দালের টুইটে মিলল ইঙ্গিত

Delhi Capitals : ২০২৩ সালের আইপিএলে ডেভিড ওয়ার্নারের দলের এত খারাপ পারফরম্যান্সের পর জল্পনা চলছিল এ বার হয়তো রিকি পন্টিং (Ricky Ponting) আর হেড কোচের দায়িত্বে থাকবেন না। শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকবেন না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।

IPL : আগামী আইপিএলে দিল্লিতে সৌরভ-পন্টিং থাকছেন? পার্থ জিন্দালের টুইটে মিলল ইঙ্গিত
IPL : আগামী আইপিএলে দিল্লিতে সৌরভ-পন্টিং থাকছেন? পার্থ জিন্দালের টুইটে মিলল ইঙ্গিতImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 2:42 PM

নয়াদিল্লি : ১৬তম আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের হতশ্রী পারফরম্যান্স খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন DC শিবিরের ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্টের সদস্যরা। খারাপ আঁকড়ে ধরে থেকে কোনও লাভ হয় না। এই তত্ত্ব থেকে, আগামী মরসুমের জন্য এখন থেকেই সাপোর্ট স্টাফদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে দিল্লি। ২০২৩ সালের আইপিএলে ডেভিড ওয়ার্নারের দলের এত খারাপ পারফরম্যান্সের পর জল্পনা চলছিল এ বার হয়তো রিকি পন্টিং (Ricky Ponting) আর হেড কোচের দায়িত্বে থাকবেন না। শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকবেন না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। তিনি জানিয়েছেন, আগামী বছরের আইপিএলের জন্য তাঁরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই দিল্লিকে আগামী মরসুমে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে DC। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টুইটারে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল লেখেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের হাত ধরেই দিল্লি ক্যাপিটালস আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা ভক্তদের আশ্বস্ত করছি যে, কিরণ এবং আমি এই ফ্র্যাঞ্চাইজিটিকে একেবারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।” পার্থ জিন্দালের এই টুইট থেকে স্পষ্ট যে, সৌরভ এবং পন্টিং দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকছেন এবং নিজেদের পদেই বহাল থাকবেন।

সূত্রের খবর, গত ২ বছর দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকর। এ বার তিনি বড় দায়িত্ব পেতে চলেছেন। পাশাপাশি প্রবীন আমরেকেও বিশেষ দায়িত্ব দিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ওই সূত্রের মতে, শেন ওয়াটসন ও জেমস হোপস আর থাকছেন না দিল্লিতে। শেন ওয়াটসন দিল্লির সহকারী কোচ ছিলেন এবং জেমস হোপস ফাস্ট বোলিং কোচ ছিলেন। তবে তাঁদের বদলি কোচ খুঁজছে না দিল্লি। কিন্তু দল গঠন ও পরিচালনা করতে স্বচ্ছতা পাওয়ার জন্য সাপোর্ট স্টাফদের কমাতে পারে দিল্লি।