Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ODI অধ্যায়ে কেন এখনই ইতি টানছেন না রোহিত শর্মা? কারণ খুঁজে দিলেন অজি কিংবদন্তি

Team India: ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রিপোর্ট কার্ড যথেষ্ট ভালো। তাঁর ঝুলিতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে এসেছে টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। অল্পের জন্য ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছে।

Rohit Sharma: ODI অধ্যায়ে কেন এখনই ইতি টানছেন না রোহিত শর্মা? কারণ খুঁজে দিলেন অজি কিংবদন্তি
মিনি বিশ্বকাপ জয়ের পর রোহিত জানিয়েছেন, এখনই ওডিআই থেকে অবসর নেবেন না।Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 1:48 PM

কলকাতা: ‘যেমন চলছে, তেমনই চলবে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই কথাগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আসলে অনেকেই ভেবেছিলেন, মিনি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। তা যে হচ্ছে না, সেটা পরিষ্কার করে দিয়েছেন হিটম্যান। রোহিতের মনে কী চলছে ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলার কথা? তা অবশ্য পরিষ্কার করেননি তিনি। রোহিত কেন ওডিআই থেকে অবসর নিলেন না? অজি কিংবদন্তি রিকি পন্টিং জানিয়েছেন এই প্রসঙ্গে তাঁর কী মনে হয়।

আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেন, “রোহিত শর্মার অবসর নিয়ে সকলে আলোচনা করছিল। আশা করি সেই আলোচনা এখন থেমেছে। আমার মনে হয় রোহিতের পরবর্তী লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ।” একইসঙ্গে পন্টিংয়ের পর্যবেক্ষণ, ভারত রোহিতের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ হেরেছিল। সেই অপূর্ণতাই কুরে কুরে খাচ্ছে রোহিতকে।

পন্টিং বলেন, “রোহিতের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওডিআই বিশ্বকাপটাই বাকি রয়েছে। তাই আর একবার ওই চেষ্টাটা ও করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেমন খেলল ও, সেই রকম খেলা ওর ব্যাটে দেখতে পেলে সকলেই বলবে ওর সময় ফুরিয়ে আসেনি।”

এই খবরটিও পড়ুন

ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রিপোর্ট কার্ড যথেষ্ট ভালো। তাঁর ঝুলিতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে এসেছে টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। অল্পের জন্য ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এরপর সেখানে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুর যায় রোহিতদের। এ বার দেখার ২০২৭ সাল অবধি রোহিত ভারতের ক্যাপ্টেন থাকেন কিনা, এবং থাকলে টিম ইন্ডিয়া তাঁর নেতৃত্বে ট্রফি জেতে কিনা।