IPL 2025, PBKS: ফ্লাইটে উঠেও ফিরে এসেছেন রিকি পন্টিং! ফুল টিম পেতে আশাবাদী প্রীতির পঞ্জাব
Indian Premier League Restart: আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পরই দেশে ফিরেছিলেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা সময়মতো আসতে পারবেন তো! পঞ্জাব কিংস অবশ্য আশাবাদী, ফুল টিমই পাবে তারা। এর অন্যতম কারণ, কোচ রিকি পন্টিংয়ের আচরণ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলি কবে হবে, সরকারি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলিকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে, মঙ্গলবারের মধ্যে টিমকে এক জায়গায় করতে। এখনও অবধি যা খবর, ১৬ মে শুরু হতে পারে আইপিএলের বাকি পর্ব। তবে একটা চিন্তা প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই রয়েছে। আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পরই দেশে ফিরেছিলেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা সময়মতো আসতে পারবেন তো! পঞ্জাব কিংস অবশ্য আশাবাদী, ফুল টিমই পাবে তারা। এর অন্যতম কারণ, কোচ রিকি পন্টিংয়ের আচরণ।
ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যাওয়ায় সাময়িক প্যানিক হতে শুরু করেন বিদেশি প্লেয়াররা। তাদের দিল্লিতে ফেরানোর পরই দ্রুত যে ফ্লাইট পেয়েছেন, দেশে ফিরেছেন কিছু প্লেয়ার। বাকি দলের বিদেশি প্লেয়াররা ধীরে ধীরে দেশে ফেরেন। শনিবার দেশে ফেরার বিমানে চেপেছিলেন পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংও। কিন্তু ফ্লাইট থেকেই নেমে এসেছেন। এই ঘটনা ব্যাখ্যা করেছেন পঞ্জাব কিংসের সিইও সতীশ মেনন।
টাইমস অব ইন্ডিয়াকে সতীশ মেনন বলেন, ‘রিকিকে অনেক ধন্যবাদ। বেশির ভাগ বিদেশি প্লেয়ারই দেশে ফিরে গিয়েছেন। রিকিও ফ্লাইটে বসে পড়েছে। আমরা তখনই ওকে সংঘর্ষবিরতির কথা জানাই। রিকি আর দেরি করেনি। ফ্লাইট থেকে নেমে চলে এসেছে। সঙ্গে সহকারী কোচ ব্র্যাড হ্যাডিনও ছিলেন।’ যদিও পঞ্জাব কিংসের বিদেশি প্লেয়ার যেমন মার্কাস স্টইনিস, জশ ইংলিশ, জাভিয়ের বার্টলেটরা ফিরে গিয়েছেন। তবে তাঁদের দ্রুতই ফিরিয়ে আনা যাবে, আশাবাদী পঞ্জাব কিংস।





