Rinku Singh-Priya Saroj DANCE ভিডিয়ো: ‘আদব’ সে ব্যর্থ চেষ্টা, রিঙ্কু সিংকে নাচাতে পারলেন না প্রিয়া সরোজ!
Rinku Singh Gets Engaged: পার্টি জমিয়ে দিতেও যে রিঙ্কু সিং ওস্তাদ এ বিষয়ে সন্দেহ নেই। এর আগে কেকেআরের বন্ডিং সেশনেও দেখা গিয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে ডান্স করছেন রিঙ্কু সিং। কিন্তু সেই রিঙ্কু সিংকেই 'আদব' সে নাচাতে ব্যর্থ তাঁর বাগদত্তা প্রিয়া সরোজ!

গত কাল থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রিঙ্কু সিংয়ের বাগদান। হবে নাই বা কেন? ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রিয় চরিত্র রিঙ্কু সিং। সিনিয়রদের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ক্রিকেট মাঠে তাঁর পারফরম্যান্সও দুর্দান্ত। সেটা জাতীয় দলের জার্সিতেই হোক আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের হয়ে। রিঙ্কু সিং মাঠে থাকা মানে ফিল্ডিংয়ে বাকিদের মধ্যেও বাড়তি এনার্জি। তেমনই পার্টি জমিয়ে দিতেও যে রিঙ্কু সিং ওস্তাদ এ বিষয়ে সন্দেহ নেই। এর আগে কেকেআরের বন্ডিং সেশনেও দেখা গিয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে ডান্স করছেন রিঙ্কু সিং। কিন্তু সেই রিঙ্কু সিংকেই ‘আদব’ সে নাচাতে ব্যর্থ তাঁর বাগদত্তা প্রিয়া সরোজ!
লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে গত কালই বাগদান পর্ব সম্পন্ন হয়েছে ক্রিকেটার রিঙ্কু সিং এবং সাংসদ প্রিয়া সরোজের। ক্রিকেটারদের মধ্যে প্রাক্তন-বর্তমান অনেকেই উপস্থিত ছিলেন। তেমনই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরাও। রিঙ্কুর বাগদত্তা যেমন সাংসদ তেমনই তাঁর বাবাও। ফলে রাজনীতির ব্যক্তিত্বরা থাকবেন এমনই স্বাভাবিক। আঙটি বদল, প্রিয় মানুষের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত, প্রিয়া সরোজের চোখে জলও চলে এসেছিল। সবটাই আনন্দের মুহূর্ত। আরও একটা দুর্দান্ত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বাগদান পর্ব সম্পন্ন হতেই বন্ধু-বান্ধবী এবং আত্মীয়রা আনন্দ করছিলেন। প্রিয়া সরোজ নিজেও আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। প্রিয়া সরোজকে দেখা যায়, ‘গাল্লা গুড়িয়া’ গানে ডান্স করছেন। প্রিয়া চেষ্টা করেন যাতে রিঙ্কুও তাঁদের সঙ্গে নাচে যোগ দেন। যদিও চেষ্টা ব্যর্থ বলা যায়। রিঙ্কু হাসছেন, চেষ্টাও করছেন নাচার। কিন্তু তাঁর নাচের স্টেপ দেখে মজার পরিস্থিতিই তৈরি হল। প্রিয়া সরোজের চেষ্টাও যেন ব্যর্থ। এই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার কমেন্টও ছড়িয়ে পড়েছে।
Beautiful video..rinku singh aur priya saroj ka dance pic.twitter.com/WUCBt1lNgm
— Satyendra Yadav (@_satyendrayadav) June 8, 2025
