Rinku Singh: কোটিতে নয় ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন এখনও আটকে লাখে…
Rinku Singh KKR IPL Salary: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে নজর কেড়ে নিয়েছিলেন রিঙ্কু সিং। তারপরই জাতীয় দলেও তাঁর জন্য দরজা খুলে যায়। সেখানেও তিনি নিজের জাত চিনিয়েছেন। তেইশের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের টানা পাঁচ বলে বলে পাঁচ ছক্কার রেকর্ড এখনও ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘোরে। কেকেআরের স্টার রিঙ্কু। দেখতে দেখতে তাঁর ভক্তদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে।

কলকাতা: ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল (IPL)। এই আইপিএল থেকে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা কোটি কোটি টাকা বেতন পান। আর সেখানে কিনা কেকেআরের (KKR) অন্যতম সেরা অস্ত্র রিঙ্কু সিং আইপিএলে খেলে ১কোটি বেতনও পান না। ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বেতন এখনও আটকে লাখ টাকায়। পারফরম্যান্সের দিক থেকে তাঁর ধারে কাছে নেই এমন অনেক ক্রিকেটার রিঙ্কু সিংয়ের থেকে বেশি টাকা পান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে নজর কেড়ে নিয়েছিলেন রিঙ্কু সিং। তারপরই জাতীয় দলেও তাঁর জন্য দরজা খুলে যায়। সেখানেও তিনি নিজের জাত চিনিয়েছেন। তেইশের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের টানা পাঁচ বলে বলে পাঁচ ছক্কার রেকর্ড এখনও ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘোরে। কেকেআরের স্টার রিঙ্কু। দেখতে দেখতে তাঁর ভক্তদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তাঁকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সকলের একটি বিষয় জানার বিরাট ইচ্ছেও রয়েছে। তা হল কেকেআরে রিঙ্কু কত বেতন পান। নাইট তারকা রিঙ্কুর আইপিএল বেতন শুনলে নিশ্চিতভাবে চমকে যাবেন আপনারাও।
বর্তমানে রিঙ্কু সিং আইপিএল থেকে প্রতি মরসুমে বেতন পান মাত্র ৫৫ লক্ষ টাকা। ২০২১ সালের আইপিএলে তাঁর মাইনে ছিল ৮০ লক্ষ টাকা। কিন্তু সে বারের আইপিএল নিলামে কেকেআর তাঁকে মাত্র ৫৫ লক্ষ টাকায় কিনে নেয়। যার ফলে গত তিন বছরে তাঁর বেতন একই রয়েছে। চব্বিশের আইপিএলের নিলামের আগে রিঙ্কুকে রিটেইন করে রেখেছে কেকেআর। তাতে তাঁর বেতন কিছুটা বাড়ার কথা। তা কতটা বেড়েছে এখনও জানা যায়নি।
তেইশের আইপিএলে রিঙ্কু সিং ১৪ ইনিংসে ৫৯ গড়ে ৪৭৪ রান করেছেন। রয়েছে ৪টি হাফসেঞ্চুরি। এই পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। কিন্তু তাঁর কপাল সেই অর্থে ভালো না থাকায় তাঁর থেকে কম রান করা একাধিক ক্রিকেটার কোটি কোটি টাকা পাচ্ছেন। এই যেমন- মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ। তাঁকে ১৫.২৫ কোটি টাকায় নেয় মুম্বই। তিনি গত মরসুমে ৪৫৪ রান করেছিলেন, অর্থাৎ রিঙ্কুর থেকে ২০ রান কম করেছিলেন। রিঙ্কু শুধু ঈশানের থেকে এগিয়ে নেই। জস বাটলার (১০ কোটি), নীতীশ রানা (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং হেনরিখ ক্লাসেনের (৫.২৫ কোটি) থেকেও পারফর্ম্যান্সের দিক থেকে এগিয়ে ছিলেন। কিন্তু বেতনের দিক থেকে তিনি অনেক পিছিয়ে রয়েছেন।
