AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Rishabh Pant: পারফরম্যান্স খারাপ? মুখ খুললেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ…

Mumbai Indians vs Lucknow Super Giants: নাম এবং দক্ষতার প্রতি এখনও অবধি সুবিচার করতে পারেননি। এই মরসুমে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। মাত্র একটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। তাঁর দলের টপ থ্রি এবং স্লগ ওভার বোলিংয়ে বেশ কিছু ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে।

IPL 2025, Rishabh Pant: পারফরম্যান্স খারাপ? মুখ খুললেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ...
Image Credit: PTI
| Updated on: Apr 28, 2025 | 8:32 PM
Share

কলকাতা: টুর্নামেন্ট এগিয়ে চলেছে। ঋষভ পন্থকে ঘিরে সমালোচনাও বাড়ছে। প্রাইস ট্যাগ বড়ই দায়। আইপিএলের ইতিহাসে নিলামে সব থেকে দামি ক্রিকেটার হয়েছেন। লখনউ তাঁকে দলে নিয়েছিল একাধিক প্রত্যাশা নিয়ে। তবে তিনি তাঁর নাম এবং দক্ষতার প্রতি এখনও অবধি সুবিচার করতে পারেননি। এই মরসুমে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। মাত্র একটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। তাঁর দলের টপ থ্রি এবং স্লগ ওভার বোলিংয়ে বেশ কিছু ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে। খারাপ ফর্ম নিয়ে এ বার মুখ খুললেন খোদ ঋষভ পন্থই।

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৪ রানে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। ব্যাটিং ব্যর্থতা এর অন্যতম কারণ। এই ম্যাচেও ঋষভ পন্থ ভরসা দিতে পারেননি। ইনিংস শুরু করেছিলেন বাউন্ডারি মেরে। পরের ডেলিভারিতেই রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হন পন্থ। এ বারের আইপিএলে ১০ ম্যাচে লখনউ অধিনায়ক এখন অবধি ১১০ রান করেছেন। গড় মাত্র ১২-র মতো। পরিস্থিতি যে জটিল, নিজেও উপলব্ধি করতে পারছেন।

মুম্বই ম্যাচের পর লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ জানান, ক্রিকেট টিম গেম, ম্যাচ হেরে নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, “এই বিষয়ে খুব বেশি ভাবতে চাই না। সহজ থাকতে চাইছি। এটা এরকম একটা মরসুম, যেখানে সবকিছু নিজের প্রত্যাশা অনুযায়ী যায় না। একজন খেলোয়াড় হিসেবে নিজের দক্ষতা নিয়ে কখনও সন্দেহ করতে বা প্রশ্ন হোক, এমন পরিস্থিতিতে কেউই থাকতে চায় না। দল যখন ভালো করছে, সেটা নিয়েই আরও বেশি ভাবনা-চিন্তা করতে চাই।”

পন্থ আরও যোগ করেন, “অবশ্যই ক্রিকেট টিম গেম। এরপরও অনেক সময়ই একজন প্লেয়ার পার্থক্য গড়ে দেয়। তবে প্রত্য়েকবার যদি একজন প্লেয়ারের খারাপ ফর্ম নিয়েই কথা হতে থাকে, সেটাও ঠিক নয়।”