কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) ব্যাট হাতে ২২ গজে ঝড় তোলার চেষ্টা করেন। উইকেটের পিছনেও দস্তানা হাতে নজর কাড়েন। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন পন্থ। দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ইন্ডিয়া-বি টিমের হয়ে উইকেটকিপিংও করছেন তিনি। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৬৮ রান তাঁর। প্রথম ইনিংসে ৭ রান করে সকলকে হতাশ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৬১ রান। এ তো গেল তাঁর ব্যাটিং পারফরম্যান্স। এ বার ফেরা যাক উইকেটকিপিংয়ে। ইন্ডিয়া-এ-র দ্বিতীয় ইনিংসের ৩৩ ওভার অবধি ৩টি আর দুই ইনিংস মিলিয়ে এখনও মোট ৫টি ক্যাচ নিয়েছেন উইকেটকিপার ব্যাটার। লাঞ্চ বিরতির পর ইন্ডিয়া-বি-র ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ এক ডিআরএস নেন। তাও পন্থ নিষেধ করার পর। ঋষভের কথা শুনে ডিআরএস নিয়ে ব্যর্থ হন অভিমন্যু। তারপরই ধোনির মতো ‘লুক’ দিয়েছেন পন্থ।
চিন্নাস্বামীতে দলীপ ট্রফির ম্যাচের চতুর্থ দিন লাঞ্চ বিরতির পর ঘটনাটি ঘটে। ১৭.৫ ওভারে মুকেশ কুমারের ডেলিভারি দেখে ঋষভ পন্থ জানান ডিআরএস নেওয়ার দরকার নেই। শিবম দুবে ছিলেন ক্রিজে। তারপরও ক্যাপ্টেন অভিমন্যু ডিআরএস নেন। এরপর ডিআরএসে দেখা যায় বল স্টাম্পে লাগেনি। নিষেধ করার পরও অভিমন্যু যেহেতু ডিআরএস নেন, আর তা যখন কাজে লাগেনি, তাতে হতাশ হন পন্থ। তাঁর চোখ-মুখের অভিব্যক্তি বলে দেয় যে তিনি সময় নষ্ট হওয়ায় খুশি হননি। তাঁর ওই লুক অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো।
Rishabh Pant denied Eshwaran for the review but he still goes for it & Lost the review. pic.twitter.com/y10TBfKeI6
— PantMP4. (@indianspirit070) September 8, 2024
কয়েকদিন আগে আম্পায়ার অনিল চৌধুরী জানিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি ডিআরএস নিয়ে অত্যন্ত খুঁতখুতে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সফল ডিআরএস নেন। সেই পথেই যেন হাঁটার অভ্যেস করছেন পন্থ। আম্পায়ার অনিল চৌধুরী কয়েকদিন আগে জানান, ঋষভও এখন ডিআরএস নেওয়ার ক্ষেত্রে পরিণত হয়ে উঠছেন। দলীপেও তার ছায়া দেখা গেল।