
কলকাতা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিগ্বেশ সিং-এর (Digvesh Singh)। আর একটু ঠিক করে যদি বলা হয়, তিনি নিজেই বিতর্ককে সরিয়ে রাখতে চাইছেন না। বিষয়টা ঠিক কী রকম? লখনউ সুপার জায়ান্টসের তরুণ বোলার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ‘নোটবুক সেলিব্রেশন’ করে বোর্ডের পক্ষ থেকে শাস্তি পেয়েছিলেন। তবে একবার শাস্তি পেয়ে শিক্ষা হয়নি দিগ্বেশের। শুক্রবার আইপিএলের (IPL) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ফের উইকেট নিয়ে নোটবুক সেলিব্রেশন করেন। এ বার বোর্ড তাঁকে দ্বিগুণ শাস্তি দিয়েছে। পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থেরও শাস্তি হয়েছে। তাঁর শাস্তির কারণ কী? নিম্নে রইল বিস্তারিত।
‘নোটবুক সেলিব্রেশন’ এর ভূত চেপেছে দিগ্বেশ সিং এর মাথায়?
এই তো দিন চারেক আগে পঞ্জাবের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যর উইকেট নিয়ে নোটবুক সেলিব্রেশন করেছিলেন দিগ্বেশ। সেই সময় পুরো বিষয়টি ফিল্ড আম্পায়ারের ভালো লাগেনি। তাই তিনি দিগ্বেশের সঙ্গে এ নিয়ে কথাও বলেন। ওই ম্যাচের শেষে তাঁর ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছিল। পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্টও। ফের একই কারণে শাস্তি পেতে হল তাঁকে। এ বার অবশ্য বোর্ড তাঁর জরিমানা দ্বিগুণ করেছে।
আইপিএলের ম্যাচে একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে আউট করার পর ওইভাবে সেলিব্রেশন করেছিলেন দিগ্বেশ। যে কারণে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
দিগ্বেশের জরিমানার দিন অপর এক কারণে শাস্তি পেতে হয়েছে ঋষভ পন্থকেও। স্লো ওভার রেটের কারণে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এই আইপিএল মরসুমে লখনউয়ের এটি প্রথম স্লো ওভার রেটের জরিমানা। আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট অপরাধ লঙ্ঘন করেছে লখনউ।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।