Rishabh Pant: পুনে টেস্টে কি ঋষভ পন্থ বাদ? ক্যাপ্টেন রোহিত শর্মা বললেন…

Oct 20, 2024 | 4:13 PM

IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে প্রশ্ন করা ঋষভ পন্থের চোটের অবস্থা নিয়ে। এই প্রশ্ন সামনে আসতেই কী উত্তর দিলেন রোহিত?

Rishabh Pant: পুনে টেস্টে কি ঋষভ পন্থ বাদ? ক্যাপ্টেন রোহিত শর্মা বললেন...
Rishabh Pant: পুনে টেস্টে কি ঋষভ পন্থ বাদ? ক্যাপ্টেন রোহিত শর্মা বললেন...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) কেমন আছেন? হঠাৎ এই প্রশ্নে অনেকেই বলতে পারেন, দিব্বি তো ব্যাট করলেন চতুর্থ দিন পন্থ। নিশ্চিত ভাবে ভালোই আছেন। কিন্তু তাঁকে নিয়ে সত্যিই স্বস্তিতে নেই ভারতীয় শিবির। বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিন উইকেটকিপিং করতে দেখা যায়নি ঋষভ পন্থকে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে প্রশ্ন করা ঋষভ পন্থের চোটের অবস্থা নিয়ে। এই প্রশ্ন সামনে আসতেই কী উত্তর দিলেন রোহিত?

রোহিত শর্মা বেঙ্গালুরু টেস্টের শেষে জানান, ঋষভকে নিয়ে ভারতীয় টিম কোনও ঝুঁকি নিতে চায় না। তাঁর কথায়, ‘গত বছর ভয়াবহ দুর্ঘটনার পর ওর প্রচুর অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারটা বেশ গুরুতর। আমরা সকলেই জানি ও কীভাবে ফিরে এসেছে। ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ও যখন ব্যাটিং করছিল তখন ওকে সাবলীল লাগেনি। দৌড়তে সমস্যা হচ্ছিল। বেশি তাই দৌড়ায়নি। বড় শট মেরে গ্যালারিতে বল পাঠাতে চাইছিল।’

পন্থ পরের টেস্টের আগে যেন বিশ্রাম নেওয়ার সময় পান, সে কথাও বলেছেন রোহিত। তিনি বলেন, ‘ওর জন্য অতিরিক্ত সতর্ক হতে হচ্ছে আমাদের। গত বছর বিরাট ট্রমার মধ্যে গিয়েছে ও। চোট নিয়ে খেলা সহজ নয়। উইকেটকিপিং করলে হাঁটু মুড়তে হয়। পরের টেস্টের জন্য আগে ওকে আমরা বিশ্রাম দিতে চাই। ও নিজেও বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। পন্থ আমাদের জন্য বরাবর ভালো ফলাফল এনে দিয়ে। আর আমরাও ওকে স্বাধীনতা দিই।’

এই খবরটিও পড়ুন

পুনে টেস্টে যদি উইকেটকিপিং করতে না পারেন পন্থ, তা হলে সমস্যায় পড়বে ভারতীয় টিম। বেঙ্গালুরুতে তিনি দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে হাঁটুতে চোট পেয়েছিলেন। তাই তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেটকিপিং করেন। কিন্তু পুনে টেস্টে শুধু পন্থকে ব্যাটিংয়ের জন্য নেওয়া যাবে না, সেক্ষেত্রে আলাদা কিপার রেখে তাঁকে খেলাতে হবে। কম্বিনেশন বদলের সেই ঝুঁকি কি নেবে টিম?

Next Article