Rishabh Pant: ‘আমি অবিক্রিত থাকব?’, মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!

IPL Auction: হঠাৎ করেই দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থের মনে যেন শঙ্কা জেগেছে। তিনি চিন্তিত নিলাম নিয়ে। এক্স হ্যান্ডেলে মাঝরাতে নিজের চিন্তা নিয়ে একটি পোস্ট করেছেন পন্থ। কী লিখেছেন তাতে?

Rishabh Pant: 'আমি অবিক্রিত থাকব?', মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!
'আমি অবিক্রিত থাকব?', মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Oct 14, 2024 | 1:05 AM

কলকাতা: পঁচিশের আইপিএলের মেগা নিলাম নিয়ে আলোচনা তুঙ্গে। এ বছরের শেষের দিকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম হওয়ার কথা। একাধিক ক্রিকেটারের টিম বদলে যাবে। ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেন করবে? তা নিয়ে ছক কষতে প্রস্তুতি চলছে জোরকদমে। খাতা-কলম হাতে তুলে নিয়েছেন ১০ টিমের মালিকরা। এই পরিস্থিতিতে শোনা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ঋষভ পন্থকে (Rishabh Pant) রিটেন করবে। এমনই প্রত্যাশাও। কিন্তু হঠাৎ করেই দিল্লির ক্যাপ্টেন পন্থের মনে যেন শঙ্কা জেগেছে। তিনি চিন্তিত নিলাম নিয়ে। এক্স হ্যান্ডেলে মাঝরাতে নিজের চিন্তা নিয়ে একটি পোস্ট করেছেন পন্থ। কী লিখেছেন তাতে?

নিজের এক্স হ্যান্ডেলে দিন দুয়েক আগে রাত ১২.২৬ মিনিটে ঋষভ জানতে চেয়েছিলেন, নিলামে উঠলে দল পাবেন, নাকি অবিক্রিত থেকে যাবেন। আর দল পেলে কত দর উঠবে? সেই প্রশ্নও রেখেছেন পন্থ। তিনি লেখেন, ‘আমি যদি নিলামে উঠি, তা হলে দল পাব? নাকি অবিক্রিত থেকে যাব? আর দল পেলে দর কত উঠবে?’ তাঁর এই এক্স বার্তা দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, তা হলে কি পন্থ পঁচিশে দিল্লির হয়ে আইপিএলে খেলবেন না। এর উত্তর সময়ই দেবে।

ভারতের তরুণ তু্র্কির ওই পোস্টে প্রচুর কমেন্ট পড়েছে। একজন এক্স ব্যবহারকারী পন্থের সেই পোস্টের কমেন্টে লেখেন, ‘নিঃসন্দেহে ও নিশ্চিত ভাবে ২০ কোটির বেশি।’ একজন আবার কমেন্টে লিখেছেন, ‘মধ্যরাতে পান করার পরের চিন্তাভাবনা..’। অপর এক এক্স ব্যবহারকারীর কমেন্ট, ‘ভাই দুটো জিনিস মনে রেখো। মদ্যপান করে গাড়ি চালাবে না। আর মদ্যপান করে টুইটার ব্যাবহার করবে না। মদ্যপান করে ব্যাটিং করতে পারো।’