MS Dhoni: ধোনির পর কিংবদন্তি হওয়ার পথে, গুয়াহাটিতে ইতিহাস তৈরি করবেন…

IND vs SA: গুয়াহাটি ভারতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যাস্ত দ্রুত হয়। খেলার সময় নষ্ট যাতে না হয়, তাই বিসিসিআই এই টেস্টের সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে। ম্যাচটি প্রতিদিনের তুলনায় ৩০ মিনিট আগে শুরু হবে।

MS Dhoni: ধোনির পর কিংবদন্তি হওয়ার পথে, গুয়াহাটিতে ইতিহাস তৈরি করবেন...
ধোনির পর কিংবদন্তি হওয়ার পথে, গুয়াহাটিতে ইতিহাস তৈরি করবেন...Image Credit source: Santosh Harhare/HT via Getty Images

Nov 20, 2025 | 1:45 PM

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম শুনলেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনটা মুহূর্তের মধ্যে ভাল হয়ে যায়। দেশকে ৩টি আইসিসি ট্রফি জিতিয়েছেন মাহি। তাঁর যোগ্য উত্তরসূরি ঋষভ পন্থ (Rishabh Pant) কি না, তা নিয়ে ক্রিকেট মহলে নানা কথা হয়। এ বার ধোনির পর কিংবদন্তি হওয়ার পথে পা বাড়াচ্ছেন দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামলেই পন্থ তৈরি করবেন ইতিহাস। জেনে নিন বিস্তারিত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে নতুন ভূমিকায় নামতে চলেছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। ধোনির পর দ্বিতীয় কিপার হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেই ইতিহাসের পাতায় প্রবেশ করবেন পন্থ। কারণ ভারতের ক্রিকেট ইতিহাসের এই বিরল এবং এক্সক্লুসিভ ক্লাবে আগে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি ছিলেন।

ধোনির পর দ্বিতীয় কিপার-অধিনায়ক

আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ঋষভ পন্থ ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা দ্বিতীয় উইকেটরক্ষক হবেন। তাঁর আগে এই কীর্তি স্থাপন করেছিলেন একমাত্র কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে নিজের শেষ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। পন্থের এই পদোন্নতি নিঃসন্দেহে তাঁর ক্রিকেট জীবনের এক বড় মাইলফলক। তিনি ভারতের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসেবেও নাম লেখাবেন।

কেন পন্থকে অধিনায়কত্ব?

ইডেন টেস্টে খেলার সময় ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমন গিলের ঘাড়ের পেশিতে টান লাগে। এরপর তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। বর্তমানে তিনি ভারতীয় টিমের সঙ্গেই সফর করেছেন। বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাই তাঁর ডেপুটি পন্থের কাঁধেই দেওয়া হয়েছে এ বার দলের নেতৃত্বের গুরুভার।

গুয়াহাটি টেস্টে বিশেষ পরিবর্তন

গুয়াহাটি ভারতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যাস্ত দ্রুত হয়। খেলার সময় নষ্ট যাতে না হয়, তাই বিসিসিআই এই টেস্টের সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে। ম্যাচটি প্রতিদিনের তুলনায় ৩০ মিনিট আগে শুরু হবে। খেলার সময়কে কাজে লাগাতে প্রথম সেশনের পর বড় লাঞ্চ ব্রেকের বদলে সংক্ষিপ্ত টি ব্রেক রাখা হয়েছে এবং লাঞ্চের বিরতি কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।