Rishabh Pant-Zaheer Khan: LSG শিবিরে অশান্তি চরমে? ক্যাপ্টেন পন্থের সঙ্গে মেন্টর জাহিরের ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা শুরু

Watch Video: লখনউ দিল্লির কাছে হেরেছে। তাতে ২ বল খেলে পন্থ শূন্যে ফেরেন। ৭-এ ব্যাটিংয়ে নেমেছিলেন। এত পরে কেন পন্থ? এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল তাঁকে। তবে তিনি আউট হতেই ডাগআউটে জাহিরের সামনে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই ভিডিয়ো ঘিরেই জোর আলোচনা হচ্ছে।

Rishabh Pant-Zaheer Khan: LSG শিবিরে অশান্তি চরমে? ক্যাপ্টেন পন্থের সঙ্গে মেন্টর জাহিরের ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা শুরু
ক্যাপ্টেন পন্থের সঙ্গে মেন্টর জাহিরের ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা শুরুImage Credit source: X

Apr 23, 2025 | 6:35 PM

কলকাতা: অল ইজ় নট ওয়েল ইন LSG শিবির? সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ ও মেন্টর জাহির খানের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তারপর থেকে আলোচনা হচ্ছে যে, লখনউ শিবিরে অশান্তি চরমে পৌঁছেছে। ২৭ কোটি দিয়ে এ বারের আইপিএলের নিলামের আগে ঋষভ পন্থকে (Rishabh Pant) কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। যা তাঁর দাম, সেই মতো পারফরম্যান্স দেখা যাচ্ছে না তাঁর ব্যাটে। এরই মাঝে লখনউ দিল্লির কাছে হেরেছে। তাতে ২ বল খেলে পন্থ শূন্যে ফেরেন। ৭-এ ব্যাটিংয়ে নেমেছিলেন। এত পরে কেন পন্থ? এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল তাঁকে। তবে তিনি আউট হতেই ডাগআউটে জাহিরের (Zaheer Khan) সামনে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই ভিডিয়ো ঘিরেই জোর আলোচনা হচ্ছে।

দেশের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে জানিয়েছেন, তাঁর মনে হয় পন্থের ওই পরিস্থিতি শান্তভাবে সামলানো উচিত ছিল। অন্যদিকে ভারতের প্রাক্তনী সুরেশ রায়না আবার জানিয়েছেন যে, লখনউ টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ঋষভ পন্থ।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে অনিল কুম্বলে বলেছেন, ‘এইভাবে পন্থের রাগ প্রকাশ করা ঠিক হয়নি। যদি ও মনে করে যে দেরিতে এসে কম চাপ নিয়ে স্বাধীনভাবে ব্যাট করতে পারবে, তা হলে ঠিক আছে। কিন্তু পন্থ যেভাবে হতাশা প্রকাশ করেছে, তাতে এটা স্পষ্ট যে ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। মনে হয় পন্থ হয়তো আগে ব্যাট করতে চেয়েছিল। যে কারণে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কার? টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাকি মেন্টর জাহির খানের? কিন্তু পন্থ তো ক্যাপ্টেন। তাই এই বিষয়গুলো ওকে ইতিবাচকভাবে সামলাতে হবে। নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে রাগটা ফুটিয়ে তুলতে হবে।’

অন্যদিকে সুরেশ রায়না বলেন, “২০ ওভার বাকি। তোমাকে তো উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি দলকে নেতৃত্বও দিতে হবে। টিমকে জেতাতে হবে। জাহিরের সঙ্গে বোধহয় ও ওই ব্যাপারেই আলোচনা করতে চেয়েছে। ‘আমাকে আগে নামাতে বলেছিলাম।’ পন্থ হয়তো জাহিরকে এমনটাই বলছিল।”