Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Riyan Parag: ‘১০ হাজার টাকা দিয়ে ভক্ত ভাড়া করেছে’, রিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটিজ়েনদের

RR, IPL 2025: এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। দুটিতেই হারের মুখ দেখেছে পিঙ্ক আর্মি। সঞ্জু স্যামসন ২ ম্যাচেই শুধু ব্যাটার হিসেবে খেলেছেন। আর এই ম্যাচগুলোতে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ।

Riyan Parag: '১০ হাজার টাকা দিয়ে ভক্ত ভাড়া করেছে', রিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটিজ়েনদের
Riyan Parag: '১০ হাজার টাকা দিয়ে ভক্ত ভাড়া করেছে', রিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটিজ়েনদেরImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 12:13 PM

কলকাতা: পিঙ্ক আর্মির এই আইপিএলের শুরুটা ভালো হয়নি। সঞ্জু স্যামসন দলের হয়ে প্রথম ২ ম্যাচে নেতৃত্ব দেননি। রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, টুর্নামেন্টের শুরুর ৩ ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন রিয়ান পরাগ। তাঁর নেতৃত্বে পিঙ্ক আর্মি জোড়া হার দিয়ে আইপিএল শুরু করেছে। বর্ষাপাড়ায় বুধ-রাতের ম্যাচে এক ভক্ত রিয়ানের জন্য মাঠে ঢুকে পড়েন। তাঁকে প্রণামও করেন ওই ফ্যান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন রিয়ান।

প্রিয় তারকাদের স্পর্শ পাওয়ার জন্য একাধিক ভক্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে পড়েন। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে তেমন দৃশ্য দেখা গিয়েছিল। বিরাট কোহলি সেই সময় ব্যাটিং করছিলেন। তাঁর এক ভক্ত মাঠে ঢুকে সটান পৌঁছে যান কোহলির কাছে। পায়ে লুটিয়ে পড়ে প্রমাণ করেছিলেন। পুলিশ তাঁকে গ্রেফতারও করে। এ তো গেল ইডেনের কথা। বর্ষাপাড়াতেও তেমন দৃশ্য দেখা গিয়েছে। তাতে রিয়ানকে অনেকেই ট্রোল করছেন। কিন্তু কেন?

অসমের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ বেশ জনপ্রিয়। কিন্তু ক্রিকেট মহলের মতে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের যে জনপ্রিয়তা, তা এখনও রিয়ানের হয়ে ওঠেনি। সেখানে বছর ২৩ এর রিয়ানের জন্য কোনও ভক্ত নিয়ম ভঙ্গ করে মাঠে ঢুকে প্রণাম করছেন তাঁকে, তা অনেকের হজম হয়নি। নেটিজ়েনদের কেউ কেউ যে কারণে ট্রোল করে রিয়ানের বিরুদ্ধে তুলেছেন ‘ফ্যান ফিক্সিং’ এর অভিযোগ। এক নেটিজ়েন তো লিখেছেন, ‘রিয়ান পরাগ ১০ হাজার টাকা খরচ করে একটা ছেলেকে ভাড়া করেছে। যে মাঠে এসে ওর পা ছুঁয়ে প্রণাম করেছে। ও এমন একটা ছেলে সব সময় সকলের নজরে থাকতে ভালোবাসে!’

উল্লেখ্য, কেকেআরের বিরুদ্ধে রিয়ান পরাগ ১৫ বলে ২৫ রান করেছিলেন। আর বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচ করেছিলেন। কিন্তু কোনও উইকেট পাননি।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।