Rohit Sharma: ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই, কেন নিশ্চিত?
India Tour of England: টেস্ট ফর্ম্যাটে লাগাতার ব্যর্থতায় নাজেহাল ভারত। নিউজিল্য়ান্ডের কাছে ঘরের মাঠে ক্লিনসুইপ। টানা দু-বার অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জেতার পর গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৪ হার। প্রথম ও শেষ ম্যাচে না থাকলেও মাঝে ক্যাপ্টেন ছিলেন হিটম্যান। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ও পঞ্চম ম্য়াচে দলকে নেতৃত্ব দেন বুমরা।

টানা খারাপ ফর্ম। টেস্ট ফর্ম্যাটে লাগাতার ব্যার্থতায় নাজেহাল ভারত। বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ক্যাপ্টেন্সি দূর অস্ত, সিডনি টেস্ট থেকে ক্যাপ্টেন নিজেকেই বাদ দেন। আইপিএল শেষেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। টেস্টে রোহিতের লাগাতার খারাপ ফর্মের জেরে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। এবার বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি ঘোষণার পর মনে করা হচ্ছে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে চলেছেন।
টেস্ট ফর্ম্যাটে লাগাতার ব্যর্থতায় নাজেহাল ভারত। নিউজিল্য়ান্ডের কাছে ঘরের মাঠে ক্লিনসুইপ। টানা দু-বার অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জেতার পর গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৪ হার। প্রথম ও শেষ ম্যাচে না থাকলেও মাঝে ক্যাপ্টেন ছিলেন হিটম্যান। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ও পঞ্চম ম্য়াচে দলকে নেতৃত্ব দেন বুমরা। তিনিও চোটে মাঠ ছাড়ায় ম্যাচের বাকি সময় দায়িত্ব নেন বিরাট কোহলি। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে রোহিতের নেতৃত্বেই খেলেছে ভারত। খেতাবও জিতেছে। ৫ ম্যাচে ১৮০ রানও করেছিলেন রোহিত। ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচও রোহিতই।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে রান করে গত বছরের শুরুটা ভাল করেছিলেন রোহিত। তারপর টানা বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রোহিতের ব্যাটে রানের খরা। মোট ১৪ টেস্টে মাত্র ২৪ এর কিছু বেশির গড়ে মোট ৬১৯ রান করেছেন। যদিও এরপর ভারতকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান তিনি। ফলে ইংল্যান্ড সফরেও রোহিতই ক্যাপ্টেন থাকছেন এমনটা আন্দাজ করা হচ্ছে।
ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব কে দেবেন সেই নিয়ে জল্পনার মধ্যেই দেখা গেল, ২০২৫-২৬ মরসুমের জন্য বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে রোহিতকে A+ গ্রেডে রাখা হয়েছে। যা বোর্ডের চুক্তিতে সর্বোচ্চ। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরেও, কোহলি এবং জাডেজার সঙ্গে শীর্ষ বিভাগে রাখা হয়েছে রোহিতকেও। ক্যাপ্টেন হিসেবে রোহিতের কোনও উত্তরসূরির খোঁজ না করায় এটা আপাতত প্রায় নিশ্চিত যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে নেতৃত্ব দেবেন রোহিতই।
