
কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার সন্ধ্যেয় প্রকাশিত হল আগামী টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ভেনু। এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে যুগ্ম আয়োজক, ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেনুতে হবে ম্যাচ। আর শ্রীলঙ্কায় ম্যাচ হবে তিনটি জায়গায়। জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সে হবে এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপের ভেনু ঘোষণার মাঝে আইসিসি একইসঙ্গে বড় চমক নিয়ে হাজির হয়েছে। ভারতের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী রোহিত শর্মাকে (Rohit Sharma) বড় দায়িত্ব দিয়েছে আইসিসি (ICC)। এ বার তিনি টি-২০ বিশ্বকাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men’s #T20WorldCup 2026 🤩
The one and only 𝑯𝑰𝑻𝑴𝑨𝑵 Rohit Sharma 😎 pic.twitter.com/Wa1Mvk3dIt
— T20 World Cup (@T20WorldCup) November 25, 2025
ভারতের যে স্টেডিয়ামে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ সেগুলি হল – দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
শ্রীলঙ্কার যে স্টেডিয়ামে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ সেগুলি হল – ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বোর সিনহেলসে স্পোর্টস ক্লাব।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী এ বারের টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ভেনু – কলকাতা/কলম্বো (যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে, তা হলে সেমিফাইনাল হবে কলম্বো)। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ে। টুর্নামেন্টের ফাইনাল আমেদাবাদ বা কলম্বোতে হবে (এক্ষেত্রেও যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তা হলে ম্যাচ হবে কলম্বোতে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল ৮ মার্চ।
The schedule for ICC Men’s @T20WorldCup 2026 is here! 📅
The matches and groups were unveiled at a gala event in Mumbai led by ICC Chairman @JayShah, and with new tournament ambassador @ImRo45 and Indian team captains @surya_14kumar and Harmanpreet Kaur in attendance.
✍️:… pic.twitter.com/FlAbAvFO6I
— T20 World Cup (@T20WorldCup) November 25, 2025
আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম দিন হবে ৩টি ম্যাচ। একদিকে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস, অপর ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। আর সেদিনই আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত।
বিশ্বকাপে মোট ৭টা ম্যাচ হতে পারে ইডেনে। যার মধ্যে ৬টা নিশ্চিত। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দিয়ে শুরু। ৯, ১৪, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি পরের চারটে ম্যাচ। ১ মার্চ সুপার এইটের একটা ম্যাচ হবে ইডেনে। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল পেয়েছে ইডেন। তবে সেমিফাইনালটি ইডেনে না-ও হতে পারে।
ইডেনে বিশ্বকাপ ম্যাচের সূচি: