Rohit Sharma: মিশন ওডিআই বিশ্বকাপ… রোহিতের পরিকল্পনা প্রস্তুত! কী করছেন ক্যাপ্টেন?

ICC Men's Champions Trophy 2025: বিরাট কোহলি পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন। তেমনই ফাইনালের মঞ্চে অনবদ্য ইনিংস ক্যাপ্টেন রোহিত শর্মার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত পরিষ্কার করে দেন, এখনই অবসর নিচ্ছেন না।

Rohit Sharma: মিশন ওডিআই বিশ্বকাপ... রোহিতের পরিকল্পনা প্রস্তুত! কী করছেন ক্যাপ্টেন?
Image Credit source: PTI FILE

Mar 13, 2025 | 3:32 PM

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই একটা জল্পনা চলছিল। ভারতের তিন সুপারস্টার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এই ফরম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় নেবেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাঁদের পারফরম্যান্স দেখে এটাই প্রার্থনা করছিলেন, অবসরের ধাক্কা যেন সইতে না হয়। বিরাট কোহলি পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন। তেমনই ফাইনালের মঞ্চে অনবদ্য ইনিংস ক্যাপ্টেন রোহিত শর্মার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত পরিষ্কার করে দেন, এখনই অবসর নিচ্ছেন না।

ওয়ান ডে ফরম্যাটে পরবর্তী বড় ইভেন্ট ২০২৭ সালের বিশ্বকাপ। সেখানেও কি খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে? আপাতত বলা যায় হ্যাঁ। বরং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান রোহিত শর্মা, সূত্রের খবর এমনই। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরেছেন। দ্রুতই তাঁরা আইপিএলে নিজের নিজের ফ্র্যাঞ্চাইজি টিমে যোগ দেবেন। ২২ মার্চ শুরু আইপিএল। এর সঙ্গেই যেন রোহিত শর্মার ওডিআই বিশ্বকাপেরও প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, রোহিত শর্মা ইতিমধ্যেই বিশ্বকাপের ভাবনায় ঢুকে পড়েছেন। ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কাজ চালিয়ে যাবেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে যে মানের ফিটনেস প্রয়োজন তা ধরে রাখতেই প্রস্তুতি চালিয়ে যাবেন। রিপোর্ট আরও বলছে, তবে অনেক সিদ্ধান্তই নির্ভর করবে এ বারের আইপিএলে রোহিত শর্মা কেমন পারফর্ম করছে তার উপর।

রোহিত শর্মার বয়স ৩৭। পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপে ৩৯ পেরিয়ে যাবেন ক্যাপ্টেন। বিশ্বের হাতে গোনা ক্রিকেটারই এই বয়সে বিশ্বকাপে খেলার সুযোগ পান। রোহিত ফিটনেস ধরে রাখতে পারলে অসম্ভব নয়।