Rohit Sharma: ১০০ বার ওর ভিডিয়ো দেখতাম… রোহিত শর্মার নজরে কঠিনতম বোলার কে?

May 17, 2024 | 2:34 PM

বর্তমানে রোহিত অবশ্য ব্যস্ত আইপিএলে। চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের আর একটিই ম্যাচ বাকি রয়েছে। এ বার প্লে অফে উঠতে পারেনি মুম্বই। এরই মাঝে সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোন বোলারের ডেলিভারিতে তিনি চাপ অনুভব করেন।

Rohit Sharma: ১০০ বার ওর ভিডিয়ো দেখতাম... রোহিত শর্মার নজরে কঠিনতম বোলার কে?
Rohit Sharma: ১০০ বার ওর ভিডিয়ো দেখতাম... রোহিত শর্মার নজরে কঠিনতম বোলার কে?
Image Credit source: Dubai Eye 103.8 YouTube

Follow Us

কলকাতা: বিশ্বের অন্যতম তাবড় ব্যাটার হিসেবে পরিচিত রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ককে বিশ্বের একাধিক বোলার বল করতে ভয় পান। আর তিনি কার মুখোমুখি হতে সমস্যায় পড়েন? এক কিংবদন্তির কথা উল্লেখ করেছেন হিটম্যান। বর্তমানে রোহিত অবশ্য ব্যস্ত আইপিএলে। চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের আর একটিই ম্যাচ বাকি রয়েছে। এ বার প্লে অফে উঠতে পারেনি মুম্বই। এরই মাঝে সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোন বোলারের ডেলিভারিতে তিনি চাপ অনুভব করেন।

যে বোলারের বিরুদ্ধে রোহিত শর্মা সমস্যায় পড়েছেন তিনি প্রোটিয়া প্রাক্তন তারকা ডেল স্টেইন। দুবাই আই ১০৩.৮ ইউটিউব চ্যানেলে রোহিত বলেন, ‘আমি ব্যাট করতে নামার আগে ১০০ বার ডেল স্টেইনের ভিডিয়ো দেখতাম। ও একজন কিংবদন্তি। কেরিয়ার জুড়ে তিনি যা অর্জন করেছেন, এক কথায় অসাধারণ। আমি অনেক বার ওর বিরুদ্ধে খেলেছি। ও খুব দ্রুত বল করে। সুইং ও গতি ব্যবহার করে ডেলিভারি করে। যেটা সহজ নয়। বেশ কঠিন। আমি বরাবর ওর বিরুদ্ধে সফল হয়েছি তা নয়, তবে ওর বিরুদ্ধে লড়াইটা ভালোই উপভোগ করতাম।’

রোহিত জানিয়েছেন, তাঁর মতে কঠিনতম বোলার ডেল স্টেইন। কিন্তু তিনি রোহিতকে মাত্র ১ বারই আউট করেছিলেন। ২০১৩ সালে ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময় ডেল স্টেইন ভারতের রোহিত শর্মাকে আউট করেছিলেন। রোহিত সেই সময় স্টেইনের ডেলিভারি বুঝতে পারেননি। তিনি গোল্ডেন ডাক হয়ে ফিরেছিলেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৯টি উইকেট রয়েছে।

Next Article