Watch Video: কার ফোন রিসিভ করা ‘বিপজ্জনক’? রোহিত-শ্রেয়সের মুখে একই নাম…

Apr 09, 2024 | 12:01 AM

Rohit Sharma-Shreyas Iyer: সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে গিয়েছিলেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। দুই ক্রিকেটার সেখানে মন খুলে হেসেছেন। দর্শকদেরও হাসিয়েছেন। কপিল শর্মা শো-তে গিয়ে প্রচুর অজানা গল্প শুনিয়েছেন রোহিত-শ্রেয়স। সেখানেই ফাঁস হয়েছে কোন ক্রিকেটারের ফোন কখনও রিসিভ করার পর লাউডস্পিকারে দেওয়া যায় না।

Watch Video: কার ফোন রিসিভ করা ‘বিপজ্জনক’? রোহিত-শ্রেয়সের মুখে একই নাম...
Watch Video: কার ফোন রিসিভ করা ‘বিপজ্জনক’? রোহিত-শ্রেয়সের মুখে একই নাম...
Image Credit source: X

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আপাতত মজে রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এর বাইরেও ভারতীয় তারকা ক্রিকেটারদের হাঁড়ির খবর জানতে অনেকেই এদিক সেদিক ঢুঁ মারেন। সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুই ক্রিকেটার সেখানে মন খুলে হেসেছেন। দর্শকদেরও হাসিয়েছেন। কপিল শর্মা শো-তে গিয়ে প্রচুর অজানা গল্প শুনিয়েছেন রোহিত-শ্রেয়স। সেখানেই ফাঁস হয়েছে কোন ক্রিকেটারের ফোন কখনও রিসিভ করার পর লাউডস্পিকারে দেওয়া যায় না। রোহিত-শ্রেয়সের মুখে একই নাম শোনা গিয়েছে।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর মূখ্য সঞ্চালক কপিল শর্মা যখন প্রশ্ন করেন, এমন এক ক্রিকেটারের নাম বলুন, যাঁর ফোন কখনও স্পিকারে রাখতে পারেন না। বিন্দুমাত্র সময় না নিয়ে রোহিত শর্মা হাসতে হাসতে বলেন, ‘আসলে ওটা আমিই।’ এরপরই রোহিতের পাশে বসে থাকা শ্রেয়স বলেন, ‘আমিও এতে সম্মতি জানাচ্ছি। আমি এটুকু বলতে পারি যে কথাবার্তার প্রতি শব্দে এক-দু’টো গালি তো পাক্কা থাকবেই। কথার শুরুতে থাকে গালি, মাঝে থাকে গালি আর শেষেও থাকে গালি।’

রোহিত-শ্রেয়স যখন মঞ্চে এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেই সময় দর্শকাসনে থাকা ঋতিকা সজদের দিকে ক্যামেরা ঘোরে। দেখা যায় রোহিত শর্মার স্ত্রী ঋতিকা তাঁদের কথা শুনে হাসতে থাকেন। শুধু তাই নয়, রোহিত যখন প্রথমেই কপিলের কথা শুনে বলেন, তিনিই সেই ব্যক্তি যার ফোন রিসিভ করে স্পিকারে দেওয়া যায় না, তখন হাসতে হাসতে মাথা নেড়ে সম্মতি জানাতে দেখা যায় ঋতিকাকে।

কপিল শর্মার কমেডি শো-তে শ্রেয়স জানান, ছেলেবেলা থেকে তাঁর আদর্শ রোহিত শর্মা। এ কথা শুনে রোহিত হাসতে হাসতে জানান, এখন ক্যামেরার সামনে এবং এত লোকজনের সামনে রয়েছেন বলে শ্রেয়স এ কথা বলছেন। না হলে ড্রেসিংরুমে তাঁকে প্রচুর গালি দেন। অবশ্য রোহিতের কথা থেকে পরিষ্কার, তাঁরা মজা করে এ কথা বলছিলেন।

Next Article