Rohit Sharma: ‘ভারতীয় ফুটবলের উত্থানে অবদান রয়েছে আইএসএলের’, এমনটাই মনে করেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মার মতে, ভারতীয় ক্রিকেটে যেমন আইপিএলের অবদান প্রচুর। তেমনই ভারতীয় ফুটবলে আইএসএলের বিরাট অবদান রয়েছে।

Rohit Sharma: 'ভারতীয় ফুটবলের উত্থানে অবদান রয়েছে আইএসএলের', এমনটাই মনে করেন রোহিত শর্মা
'ভারতীয় ফুটবলের উত্থানে অবদান রয়েছে আইএসএলের', এমনটাই মনে করেন রোহিত শর্মাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 9:00 AM

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলাররা সাম্প্রতিক কালে একাধিক টুর্নামেন্টে ছাপ রেখে চলেছেন। সুনীল ছেত্রীর ভারতের (Indian football) এই উত্থানের পিছনে বড়সড় অবদান রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের। এমনটা ভারতীয় ফুটবল মহলের অনেকেই মেনে নেবেন। এ বার শুধু ফুটবল মহলেই এই কথা আটকে রইল না। ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) এই বিষয়টি মানেন। তাঁর মতে, ভারতীয় ফুটবলের উন্নতির পিছনে অবদান রয়েছে আইএসএলের (ISL)। ভারতীয় ফুটবল এবং আইএসএল নিয়ে আর কী বললেন হিটম্যান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২৩ সালে এখনও অবধি সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল ১১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ৯টি এবং ড্র ২টি। অর্থাৎ চলতি বছরে এখনও হারের মুখ দেখতে হয়নি ব্লু টাইগার্সদের। যদিও টানা আট ম্যাচে গোল না খাওয়ার পর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে আত্মঘাতী গোল খেয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। গত ছয় মাসে ৩টি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ধারাবাহিকতা মুগ্ধ করছে ভারতীয় ফুটবল প্রেমীদের। দেশ হোক বা বিদেশ এমন চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছে ভারত, যে সকলে অবাক হয়ে তা দেখছে। সম্প্রতি ভারতের এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ফিফা ক্রমতালিকায় টিম ইন্ডিয়া ৯৯ নম্বরে উঠে এসেছে।

ভারতীয় ফুটবলের এই উত্থানে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতীয় ফুটবল টিম এখন যে জায়গায় রয়েছে সেখানে একটা লম্বা লাফ দিয়ে পৌঁছেছে। এর পিছনে আইএসএলের অবদান অনেক। ইন্ডিয়ান সুপার লিগে আমাদের যে ফুটবলাররা সুযোগ পায়, তাঁরা পরবর্তীতে জাতীয় দলেও সুযোগ পায়। যেমনটা আমাদের ক্রিকেটে আইপিএলে হয়। আইপিএল থেকে প্রচুর ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করে। অনেক সময় তাঁদের সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। তাই ভারতে এই লিগগুলোর গুরুত্ব অনেক।’

রোহিত শর্মা আরও বলেন, ‘বর্তমানে যখন ভারতীয় দলকে খেলতে দেখি, তখন ওদের যথেষ্ট আত্মবিশ্বাসী লাগে। আমাদের ফুটবলারদের দক্ষতা আরও বেড়েছে। ওরা যত বেশি ইউরোপ বা বিশ্বের অন্যান্য দেশে খেলার সুযোগ পাবে, তত উন্নতি করবে। ‘