Sarfaraz Khan: ১৫০ করেও শুভমনের জন্য জায়গা ছাড়তে হবে সরফরাজ খানকে? রোহিতের কথায়…

Oct 20, 2024 | 2:12 PM

IND vs NZ: শুভমন যদি ফিট হয়ে পুনে টেস্টে ফেরেন, তা হলে কি ১৫০ রান করা সরফরাজ খানকে জায়গা ছাড়তে হবে? এই প্রশ্নই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে যে ভাবে প্রথম সেঞ্চুরি করলেন সরফরাজ এবং দল যখন বিরাট চাপে সেখানে তাঁর ১৫০ রানের একটা ইনিংস টিমকে বড় বার্তা দিয়ে রাখল।

Sarfaraz Khan: ১৫০ করেও শুভমনের জন্য জায়গা ছাড়তে হবে সরফরাজ খানকে? রোহিতের কথায়...
১৫০ করেও শুভমনের জন্য জায়গা ছাড়তে হবে সরফরাজ খানকে? রোহিতের কথায়...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বেঙ্গালুরু টেস্টে টিম ইন্ডিয়া হেরেছে ঠিকই, কিন্তু প্রাপ্তির তালিকা একেবারেই ফাঁকা নয়। সে কথা নিজে মুখেই ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলের (Shubman Gill) পরিবর্তে শেষ মুহূর্তে একাদশে সুযোগ পাওয়া সরফরাজ খান (Sarfaraz Khan) ১৫০ রান করেন। ঋষভ পন্থ হাঁটুতে চোট পাওয়ার পরও ৯৯ রানের ইনিংস উপহার দেন। ম্যাচের শেষে তাঁদের আগ্রাসী ব্যাটিং নিয়ে প্রশংসা করেন রোহিত। সেই সঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয় শুভমনের না খেলা প্রসঙ্গে? ঘাড়ের চোটের কারণে এই টেস্টে খেলা হয়নি তাঁর। দ্বিতীয় টেস্টে তিনি কি ফিরবেন টিমে? তা হলে কি বাদ পড়বেন সরফরাজ খান?

প্রেস কনফারেন্সে শুভমনের এই টেস্টে না খেলতে পারা নিয়ে রোহিত শর্মা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে শুভমন গিল বেঙ্গালুরু টেস্টে খেলার সুযোগ পেল না। তবে এটা ভালো যে, সরফরাজ সুযোগ পেয়ে সেঞ্চুরি করল।’ পুনে টেস্টে কি ফিরবেন শুভমন? এখন কেমন আছেন তরুণ ক্রিকেটার? এই সকল প্রশ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘোরাফেরা করছে। প্রেস মিটে রোহিতকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন শুভমন গিল? উত্তরে তিনি বলেন, ‘শুভমন ভালো রয়েছে।’

এই খবরটিও পড়ুন

শুভমন যদি ফিট হয়ে পুনে টেস্টে ফেরেন, তা হলে কি ১৫০ রান করা সরফরাজ খানকে জায়গা ছাড়তে হবে? এই প্রশ্নই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে যে ভাবে প্রথম সেঞ্চুরি করলেন সরফরাজ এবং দল যখন বিরাট চাপে সেখানে তাঁর ১৫০ রানের একটা ইনিংস টিমকে বড় বার্তা দিয়ে রাখল। তবে তারপরও পুনেতে তিনি একাদশ থেকে বাদ পড়তেই পারেন। আবার অনেকেই বলাবলি শুরু করেছেন, দ্বিতীয় টেস্টে শুভমন গিল একাদশে ফিরলেও সরফরাজকে খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে বেঙ্গালুরুতে ০ ও ১২ করা লোকেশ রাহুলকে একাদশ থেকে বাদ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ বার এই উত্তর মিলবে ২৪ অক্টোবর। সেদিক থেকে শুরু হবে পুনে টেস্ট।

Next Article