
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতের ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন কি চাপে? টুর্নামেন্টে গ্রুপের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। পাকিস্তান ম্যাচে অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস হয়। রোহিত প্রতি ম্যাচেই বিধ্বংসী শুরু দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ধারাবাহিকতা কিছুতেই খুঁজে পাচ্ছেন না। ফাইনালের আগের দিন প্র্যাক্টিস করল টিম ইন্ডিয়া। সূচি অনুযায়ী ভারতীয় দলের প্র্যাক্টিসে নামার কথা ছিল দুপুর ২টো থেকে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিসে যাওয়ার আগেই টিম হোটেল থেকে হাওয়া ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন শুভমন গিল!
মিনি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারত। দুর্দান্ত ছন্দে ছিলেন শুভমন গিল। রোহিতও একটি সেঞ্চুরি করেছিলেন। শুভমনও সেঞ্চুরি দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেন। যদিও পরের দিকে ফর্ম খারাপ হয়েছে। যে কারণে অস্বস্তিতে ভাইস ক্যাপ্টেন। তেমনই ক্যাপ্টেন রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিংয়ের চেষ্টা করলেও সাফল্য পাচ্ছেন না। বড় ইনিংস না আসায় সমালোচনাও হচ্ছে। ফাইনালের মঞ্চে ওপেনিং জুটিটা দুর্দান্ত হোক, এমনটাই প্রত্যাশা। সে কারণেই রোহিত ও শুভমন আগে ভাগে টিম হোটেল ছাড়েন।
টিমের অনেক আগেই দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিসে নেমে পড়েন রোহিত ও শুভমন। সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং সাপোর্ট স্টাফ। দু-জনেই স্পেশাল ট্রেনিং সারেন। এরপর টিম বাসে বাকি সদস্যরাও পৌঁছন। টুর্নামেন্টে এর আগে বিরাট কোহলিও এমনটা করেছিলেন। টিমের নির্ধারিত সময়ের অনেক আগেই প্র্যাক্টিসে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। রোহিত-শুভমন যেন সেই পথেই।