Rohit Sharma: ফাইনাল ইনিংস! সৌরভের পর ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে কীর্তি রোহিতের

ICC Champions Trophy 2025 Final: মিনি বিশ্বকাপ ফাইনালে ৭টি চার, ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৬ রানের অধিনায়োকচিত ইনিংস উপহার দিয়ে গেলেন রোহিত। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হাফসেঞ্চুরি হাঁকিয়ে রোহিত ভাগ বসিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক রেকর্ডে।

Rohit Sharma: ফাইনাল ইনিংস! সৌরভের পর ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে কীর্তি রোহিতের
Rohit Sharma: ফাইনাল ইনিংস! সৌরভের পর ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে কীর্তি রোহিতেরImage Credit source: PTI

Mar 09, 2025 | 8:59 PM

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) মঞ্চে ভারত অধিনায়কের ব্যাট কখন জ্বলবে? তা দেখার অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রোহিত শর্মা (Rohit Sharma) যেন নিজের সেরা ছন্দটা তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। ট্রফি জয়ের শেষ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন হিটম্যান। প্রমাণ দিলেন তাঁর ব্যাটে ধার এখনও আছে। মিনি বিশ্বকাপ ফাইনালে ৭টি চার, ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৬ রানের অধিনায়োকচিত ইনিংস উপহার দিয়ে গেলেন রোহিত। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হাফসেঞ্চুরি হাঁকিয়ে রোহিত ভাগ বসিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক রেকর্ডে।

২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেঞ্চুরি অবধি পৌঁছতে পারেননি রোহিত। তবে দুবাইতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে হাফসেঞ্চুরির মালিক হলেন রোহিত। তাঁর ওডিআই কেরিয়ারের ৫৮তম হাফসেঞ্চুরি এটি। টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ ক্যাপ্টেন হিসেবে ফাইনালে হাফসেঞ্চুরি করলেন রোহিত। এই তালিকায় তাঁর আগে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সনৎ জয়সূর্য, হ্যান্সি ক্রোনিয়ে।

রোহিতের ব্যাটে সেঞ্চুরি আসতেই পারত। আর একটু ধৈর্য ধরে খেললে। ২৬.১ ওভারে রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করেন রোহিত। ঠিক যেমন গ্রুপ লিগের ম্যাচে প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে আউট করেছিলেন অক্ষর প্যাটেল। যা গুঞ্জন চলছে, তাতে ৭৬ রানটাই কি ওডিআইতে রোহিত শর্মার শেষ ইনিংস? বলা যায় না, হতেই পারে। এমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে।