India vs New Zealand: ডাগআউটে সিরাজের সঙ্গে খুনসুটি রোহিতের, দেখুন ভাইরাল ভিডিও

ভারতের রান তাড়া করার সময় ডাগআউটে বসে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) হঠাৎ দেখা যায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় মারতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

India vs New Zealand: ডাগআউটে সিরাজের সঙ্গে খুনসুটি রোহিতের, দেখুন ভাইরাল ভিডিও
India vs New Zealand: ডাগআউটে সিরাজের সঙ্গে খুনসুটি রোহিতের, দেখুন ভাইরাল ভিডিও (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 2:26 PM

জয়পুর: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজ জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে কিউয়িরা। ওই ম্যাচে ভারতের রান তাড়া করার সময় ডাগআউটে বসে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) হঠাৎ দেখা যায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় মারতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যদিও রোহিত যে সিরাজকে চড় মেরেছেন তা না বলে, হালকা চাঁটি মেরেছেন সেটা বলাই ভালো। এবং ব্যাপারটি যে খুব গুরুতর তাও বলা চলে না। কারণ টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে রোহিতের কাছে চাটি খেয়ে মুচকি মুচকি হাসছিলেন সিরাজ।

নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন শেষ ওভারে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) মারা বল ধরতে গিয়ে আঙুলে চোট পান সিরাজ, তবে ওই ওভারে একটি উইকেটও তুলে নেন তিনি। আঙুলে চোট পাওয়ার পরই সিরাজ ইশারা করে ডেকে নেন দলের ফিজিওকে। তাঁর হাত থেকে রক্ত ঝরতেও দেখা যায়। তার পরও তিনি শেষ ওভারের পঞ্চম বলে রচিন রবীন্দ্রর (Rachin Ravindra) উইকেট তুলে নেন।

১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। ক্যাপ্টেন রোহিত ৩৬ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। তারপরই ডাগআউটে বসে থাকা কেএল রাহুল, মহম্মদ সিরাজের সঙ্গে হাসিঠাট্টা করতে থাকেন হিটম্যান। আর তখনই হঠাৎ সিরাজের মাথায় টোকা মারেন রোহিত। টুইটারেত্তিরা এরপরই সেই ঘটনার ভিডিও শেয়ার করতে থাকেন।

আরও পড়ুন: India vs New Zealand: ‘জয় সহজ ছিল না, ছেলেরা দারুণ শিক্ষা পেল’ বলছেন রোহিত

আরও পড়ুন: India vs New Zealand: গোলাপি শহরে ভারতের নতুন স্বপ্নের পথচলা শুরু