AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: রোহিত আরসিবিতে মানে IPL এর সবচেয়ে বড় ট্রান্সফার, ‘হেডলাইন’ ভাবছেন প্রোটিয়া তারকা

Rohit Sharma: একাধিক আরসিবির ফ্যান চান, পঁচিশের আইপিএলে ভারত অধিনায়ককে বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলে দেখতে। রোহিত শর্মা নিজে কী চান? এ বিষয়ে কিছু জানাননি হিটম্যান।

IPL 2025: রোহিত আরসিবিতে মানে IPL এর সবচেয়ে বড় ট্রান্সফার, 'হেডলাইন' ভাবছেন প্রোটিয়া তারকা
রোহিত আরসিবিতে মানে IPL এর সবচেয়ে বড় ট্রান্সফার, 'হেডলাইন' ভাবছেন প্রোটিয়া তারকাImage Credit: X
| Updated on: Oct 06, 2024 | 5:13 PM
Share

কলকাতা: এ বছরের আইপিএল নিলামের (IPL Auction) আগে একাধিক ক্রিকেটার লাইমলাইটে। তালিকায় শীর্ষের দিকে রয়েছেন রোহিত শর্মাও (Rohit Sharma)। একাধিক আরসিবির ফ্যান চান, পঁচিশের আইপিএলে ভারত অধিনায়ককে বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলে দেখতে। রোহিত নিজে কী চান? এ বিষয়ে কিছু জানাননি হিটম্যান। রোহিত যেন মুম্বই ছেড়ে আরসিবিতে আসেন আগামী বছর, অনেকের এই আবদার শুনে এ বার নিজের মনের কথা জানালেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)

এবিডির মতে, রোহিত আরসিবি টিমের হয়ে আইপিএলে খেলতে আসা মানে টুর্নামেন্টের সবচেয়ে বড় ট্রান্সফার হবে সেটাই। গত আইপিএলে গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া যখন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন, সেই সময় তুমুল চর্চা হয়েছিল সেই ট্রান্সফার নিয়ে। প্রাক্তন প্রোটিয়া সুপারস্টার এবি ডি ভিলিয়ার্সের মতে রোহিত যদি বিরাটের আরসিবিতে খেলতে আসেন, সেই খবরের হেডলাইন হবে দেখার মতো।

নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে এবি ডি ভিলিয়ার্স মুম্বই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মার আরসিবিতে যাওয়ার সম্ভবনা নিয়ে অনেক কিছু বলেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রোহিত যদি সত্যিই পঁচিশের আইপিএলে আরসিবিতে যান তা হলে কী ধরনের হেডিং হতে পারে। এই নিয়ে এবিডি বলেন, ‘রোহিত সম্পর্কে এই বিষয় শুনে আমি হেসে ফেলেছিলাম। যদি মুম্বই ইন্ডিয়ান্স থেকে রোহিত আরসিবিতে যায়, তা হলে একটা আলাদাই গল্প হয়ে যাবে। ভাবা যায়, হেডলাইনগুলো কী হবে!’

এরপর হার্দিকের দলবদলের প্রসঙ্গ টেনে এবিডি বলেন, ‘হার্দিক পান্ডিয়ার দলবদলের থেকেও বড় হবে বিষয়টা। ও গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিল, যেটা খুব বড় সারপ্রাইজ ছিল না। কিন্তু রোহিত যদি মুম্বই থেকে ওর অন্যতম শত্রু আরসিবিতে যায়, তা হলে বিষয়টা আলাদাই হবে। আমার মনে হয় না, এমনটা হবে। রোহিত মুম্বই ছাড়বে এমন কোনও সম্ভবনা দেখছি না। আমার তো মনে হচ্ছে ০.১ শতাংশ সম্ভবনা রয়েছে।’