Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Rohit Sharma: সিঙ্গল ডিজিটের লাইন! রোহিত শর্মা, বিরাট কোহলির এই তথ্য জানেন?

Indian Premier League: ওডিআইতে সবচেয়ে বেশি সেঞ্চুরি বিরাট কোহলির। বিভিন্ন রেকর্ড রয়েছে তাঁদের নামে। টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি, আইপিএল সমস্ত ফরম্যাটে দু-জনেরই রয়েছে একের পর এক চোখধাঁধানো রেকর্ড। এর মধ্যে আইপিএলে হতাশার রেকর্ডও রয়েছে।

Virat Kohli-Rohit Sharma: সিঙ্গল ডিজিটের লাইন! রোহিত শর্মা, বিরাট কোহলির এই তথ্য জানেন?
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 7:36 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুই সফল ব্যাটার। রোহিত-বিরাট তাঁদের ক্রিকেট জীবনে অনেক রেকর্ড গড়েছেন। যেগুলো ভোলার নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে শুরু করে আরও অনেক। ওয়ান ডে ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান রোহিতের। তেমনই ওডিআইতে সবচেয়ে বেশি সেঞ্চুরি বিরাট কোহলির। বিভিন্ন রেকর্ড রয়েছে তাঁদের নামে। টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি, আইপিএল সমস্ত ফরম্যাটে দু-জনেরই রয়েছে একের পর এক চোখধাঁধানো রেকর্ড। এর মধ্যে আইপিএলে হতাশার রেকর্ডও রয়েছে।

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা এমনও রেকর্ড তৈরি করেছেন যা খুব একটা খুশি হওয়ার নয়। রেকর্ডটি হল আইপিএলে দুই অঙ্কের গণ্ডিতে পৌঁছানোর আগেই আউট হওয়ার। সিঙ্গল ডিজিটেই আউট হওয়ার বিষয়ে রোহিত এবং বিরাট দু-জনের নামই সামনের সারিতে। প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা ও তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

দুই অঙ্কের সবচেয়ে কম রান হল ১০। আইপিএলের মাঠে ওই ১০ রান করার আগে তাঁরা দুজনেই এতবার আউট হয়েছেন যে, একটি রেকর্ড গড়ে ফেলেছেন। শুধু আইপিএল ২০২৫ এর কথা বলতে গেলে, রোহিত শর্মা এখনও পর্যন্ত তিনটি ইনিংসের মধ্যে দুটিতে এক অঙ্কের স্কোরে অর্থাৎ ১০ রানের নীচে আউট হয়েছেন। একইসঙ্গে, বিরাট কোহলিও তিন ইনিংসের একটিতে এক অঙ্কের স্কোরে ডাগআউটে ফিরেছেন। এবার ভাবুন তো, মোট ১৮টি আইপিএল-এ কতবার ১০ রানের কমে আউট হয়েছেন দু-জনে!

চলতি মরসুমে আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ৭ রান করেন বিরাট। বিরাটের পুরো আইপিএল কেরিয়ারের কথা বললে, এটি ছিল ৫৮ বার যখন তিনি এক অঙ্কেই ইনিংস শেষ করেন। আইপিএলে সবচেয়ে বেশিবার এক অঙ্কে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান হলেন বিরাট। এই রেকর্ডে প্রথমে স্থানে রয়েছেন রোহিত শর্মা। যিনি আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ৮০ বার এক অঙ্কের স্কোরে আউট হয়েছেন। অর্থাৎ, বিরাট কোহলির থেকে ২২ বেশি। রোহিত এবং বিরাটের মাঝখানে দীনেশ কার্তিক। আইপিএলে ৭২ বার এক অঙ্কে আউট হয়েছেন তিনি।