Rohit Sharma: বাবা না মা, কার মতো দেখতে হয়েছে রোহিত শর্মার ছেলে আহান?
Watch Video: এক্স হ্যান্ডেলে রোহিত-ঋতিকার এক ভিডিয়ো ঘুরছে। যেখানে দেখা যায় এয়ারপোর্টে সপরিবারে রোহিত শর্মাকে। ছোট্ট আহান ছিল মায়ের কোলে। সেই ভিডিয়োয় নানা অ্যাঙ্গেলে আহানের মুখ বেশ স্পষ্ট।

কলকাতা: এই তো কয়েকদিন আগের কথা। বড় হল ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পরিবার। ঋতিকা সজদে (Ritika Sajdeh) ও হিটম্যানের কোল আলো করে ১৫ নভেম্বর এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। দিদি হয়েছে ছোট্ট সামাইরা। রোহিত ও ঋতিকা ছেলের নাম রেখেছেন আহান। সম্প্রতি ছোট্ট আহানকে মায়ের কোলে বেশ কয়েকবার দেখা গিয়েছে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ বার এমন এক ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়, যেখানে আহানের মুখ এক্কেবারে স্পষ্ট। জুনিয়র হিটম্যান বাবা না মা, কার মতো দেখতে হয়েছে?
রোহিত শর্মা বর্তমানে ব্যস্ত আইপিএলে। এরই মাঝে এক্স হ্যান্ডেলে রোহিত-ঋতিকার এক ভিডিয়ো ঘুরছে। যেখানে দেখা যায় এয়ারপোর্টে সপরিবারে রোহিত শর্মাকে। ছোট্ট আহান ছিল মায়ের কোলে। সেই ভিডিয়োয় নানা অ্যাঙ্গেলে আহানের মুখ বেশ স্পষ্ট। নেটিজ়েনদের মতে, আহান বাবা রোহিতের মতো দেখতে হয়েছে।
He’s so cute. May God protect him from all evil eyes. pic.twitter.com/9NeBTA2rF2
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) April 14, 2025
উল্লেখ্য, ছেলে আহানের জন্মের সময় স্ত্রী ঋতিকার পাশে থাকতে চেয়েছিলেন রোহিত। যে কারণে তিনি বর্ডার গাভাসকর ট্রফির পারথ টেস্ট মিস করেছিলেন। ছেলের জন্মের পর তিনি উড়ে যান অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, আহান নামটি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। যা একটি হিন্দু নাম। এর অর্থ “জাগরণ”, “চেতনা” বা “সচেতনতা”। যা সংস্কৃত শব্দ আহা থেকে এসেছে, যার অর্থ “জাগানো”। আহান নামের আরও বেশ কয়েকটি অর্থ – ভোর, সূর্যোদয়, সকালের মহিমা, আলোর প্রথম রশ্মি এবং যিনি নিজেই সময়ের প্রকৃতি।





