AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার ‘মেয়াদ’ কতদিন? নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টে!

Champions Trophy 2025: রবিবার মরুশহরে অনুষ্ঠিত হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। অধিনায়ক রোহিত শর্মার কাছে সুযোগ থাকছে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব এনে দেওয়ার। তারপরই হতে চলেছে তাঁর ভাগ্যপরীক্ষা।

Rohit Sharma: ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার 'মেয়াদ' কতদিন? নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টে!
ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার 'মেয়াদ' কতদিন?Image Credit: X
| Updated on: Mar 07, 2025 | 12:36 PM
Share

দুবাই: বাইশ গজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মোকাবিলা করবে কীভাবে? সেই রণকৌশল বানানোর কাজ চলছে ভারতীয় শিবিরে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে রবিবার দুবাইতে কিউয়িদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামবে মেন ইন ব্লু। লক্ষ্য ভারতীয় শিবিরে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি আনা। রবিবার একদিকে পাওয়া যাবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নকে। আর একইসঙ্গে মিলবে একটা বড় প্রশ্নের উত্তর। সেই প্রশ্নটা হল, ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার ‘মেয়াদ’ কতদিন?

সূত্র মারফত জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টের উপর নির্ভর করছে রোহিত শর্মা আর কতদিন ভারতের অধিনায়ক থাকবেন। ৩৭ বছর বয়সী রোহিত এখন ভারতের ওডিআই এবং টেস্ট টিমের ক্যাপ্টেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর টিম ইন্ডিয়ার ফোকাস ঘুরবে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে। সেই সময় রোহিতের বয়স হবে ৩৯ বছর। তাঁর উপর কি দেওয়া হবে সেই ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের ব্যাটন? থাকছে বড় প্রশ্ন।

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, বোর্ডকে এ বার একটা বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জানা গিয়েছে, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং হেড কোচ গৌতম গম্ভীর বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় টিমের পরবর্তী পরিকল্পনা এবং রোডম্যাপ নিয়ে কাজ হবে।

বোর্ডের এক নিকট সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “রোহিত এখনও মনে করেন, তার মধ্যে বেশ কিছুটা ক্রিকেট বাকি রয়েছে। ওকে জানানো হয়েছে, ওর পরবর্তী পরিকল্পনা পরিষ্কার জানাতে হবে। অবসর নেওয়ার সিদ্ধান্ত পুরোটাই ওর ব্যক্তিগত। কিন্তু ও আর অধিনায়ক থাকবে কিনা, সেটা আলোচনার বিষয়। রোহিত নিজেও জানে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার জন্য দলের একজন স্থায়ী অধিনায়ক প্রয়োজন। কোহলির সঙ্গেও কথা হয়েছে। তবে তাঁকে নিয়ে উদ্বেগের কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মা কী জানায়, সেটা জানার অপেক্ষায় রয়েছে বোর্ড। যদি তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন, তা হলে বোর্ড এরপর ভাববে পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া যায়। কেউ এটা তো ভুলতে পারবে না যে ও ২০২৪ সালের জুলাইতে টি-২০ বিশ্বকাপ জিতেছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে ফাইনালেও তুলেছে।”

উল্লেখ্য, বোর্ড রোহিত শর্মার পর ভারতের ক্যাপ্টেন হিসেবে শুভমন গিলকে তৈরি করছে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই রোহিতের ডেপুটি। এ বার রোহিত যদি ওডিআই ফর্ম্যাটকে বিদায় জানান, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে তা হলে গিলই হবেন ভারতের পরবর্তী ক্যাপ্টেন।