Virat Kohli: কোহলির কিং হয়ে ওঠার মাঠ বন্ধ করে দেওয়া হল! দ্রাবিড়েরও আবেগ জড়িয়ে…

Roshanara Club-Virat Kohli: দিল্লি ডেভেলোপমেন্ট অথরিটির তরফে এই ক্লাব বন্ধের কারণ হিসেবে জানানো হয়েছে, এই ক্লাবের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, লাল-বলের ক্রিকেটে কিশোর বয়সে বিরাট কোহলি সেরা ইনিংসটি খেলেছিলেন রোশনারা ক্লাবের এই মাঠেই। ২০০৯ সালে মহারাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৬৭ রানে টিমকে ১০ উইকেটে জিতিয়েছিলেন বিরাট কোহলি।

Virat Kohli: কোহলির কিং হয়ে ওঠার মাঠ বন্ধ করে দেওয়া হল! দ্রাবিড়েরও আবেগ জড়িয়ে...
Image Credit source: X, Roshanara Club Website
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 4:05 PM

নয়াদিল্লি: তর্কাতীত ভাবে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। জৌলুস হারাতে বসা টেস্ট ক্রিকেটে প্রাণ ফিরিয়েছিলেন বিরাট কোহলিই। তা সে ব্যাটিংয়ের দিক থেকে হোক কিংবা নেতৃত্বে। বিরাট কোহলির মতো ক্রিকেট আইকন যখন বারবার টেস্ট ক্রিকেটের উন্নতির কথা বলেন, এই ফরম্যাটকে গুরুত্ব দেন, ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ বাড়বে সেটাই প্রত্যাশিত। হয়েছে তেমনটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা দীর্ঘ সময়ের ছিল। আইসিসি অবশেষে তা শুরু করতে পেরেছিল ২০১৯ সালে। আর তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিরাট কোহলির। কিন্তু যেই মাঠ থেকে লাল বলের সেরা ক্রিকেটার হয়ে ওঠা, সেটাই যে বন্ধ করে দেওয়া হল! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দিল্লির ঐতিহাসিক রোশনারা ক্লাবকে বন্ধ করে দিল দিল্লি ডেভেলোপমেন্ট অথরিটি। এই ক্লাব থেকেই উঠে এসেছেন বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার। বিসিসিআইয়ের প্রচুর বয়সভিত্তিক ম্যাচ হয়েছে এই মাঠে। প্রথম শ্রেনির ম্যাচও হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম আতুঁরঘরও বলা যায়।

দিল্লি ডেভেলোপমেন্ট অথরিটির তরফে এই ক্লাব বন্ধের কারণ হিসেবে জানানো হয়েছে, এই ক্লাবের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, লাল-বলের ক্রিকেটে কিশোর বয়সে বিরাট কোহলি সেরা ইনিংসটি খেলেছিলেন রোশনারা ক্লাবের এই মাঠেই। ২০০৯ সালে মহারাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৬৭ রানে টিমকে ১০ উইকেটে জিতিয়েছিলেন বিরাট।

রাহুল দ্রাবিড়ের কাছেও এই মাঠ বিরাট আবেগের। ঘরোয়া ক্রিকেটে এই মাঠে সেঞ্চুরিও রয়েছে রাহুল দ্রাবিড়ের। এ ছাড়াও স্মরণীয় কিছু ইনিংস খেলেছিলেন। ভুললে চলবে না শিখর ধাওয়ানের কথাও। আইসিসি টুর্নামেন্টে বরাবরই টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠেছেন। শিখরের কাছেও আবেগের মাঠ।