Hardik Pandya: শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে দেখাক… হার্দিককে চ্যালেঞ্জ দেশের প্রাক্তনীর

IND vs BAN: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি উইকেট নিলে (আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার দিক থেকে) ভুবনেশ্বর কুমারকে স্পর্শ করবেন হার্দিক পান্ডিয়া। গোয়ালিয়রে হার্দিক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। নিয়েছিলেন ১টি উইকেট।

Hardik Pandya: শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে দেখাক... হার্দিককে চ্যালেঞ্জ দেশের প্রাক্তনীর
Hardik Pandya: শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে দেখাক... হার্দিককে চ্যালেঞ্জ দেশের প্রাক্তনীর
Follow Us:
| Updated on: Oct 09, 2024 | 3:27 PM

কলকাতা: ভারত এ বছর বিশ্বজয়ের পর থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অনেকে হিরোর আসনে বসিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত। গোয়ালিয়রে শান্তদের বিরুদ্ধে প্রথম টি-২০ (T20) ম্যাচে তিনি ভারতের জার্সিতে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন। যদিও তিনি ম্যাচের সেরার পুরস্কার পাননি। ৩ উইকেট নিয়ে তা ছিনিয়ে নেন অর্শদীপ সিং। কিন্তু হার্দিকের ৩৯ রানের অপরাজিত ইনিংস নিয়ে কম আলোচনা হয়নি। বিশেষ আলোচনা হয়েছিল তাঁর নো লুক বাউন্ডারি নিয়ে। এবং ম্যাচ জেতানো ছক্কা নিয়ে। অনেকেই হার্দিকের এই ইনিংসের দারুণ প্রশংসা করছেন। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং জানিয়েছেন, বাংলাদেশ নয় অন্য কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে হার্দিকের এমন এক ইনিংস খেলে দেখানো উচিত।

জিও সিনেমার সঙ্গে কথা বলতে গিয়ে আরপি সিং বলেন, ‘বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের পারফরম্যান্স দেখে তাঁর ফর্ম কেমন বিচার করা ঠিক নয়। যে ভাবে বাংলাদেশ ক্রিকেট টিম এখন খেলছে, তাতে তা এই মুহূর্তে সর্বস্তরের নয়।’

হার্দিকের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন আরপি। একইসঙ্গে বলেছেন, ‘হার্দিক ভালো পারফর্ম করেছে। এই ধরনের পারফর্ম করার ক্ষমতা আছে ওর। কিন্তু আমার মতে, এমন দলের বিরুদ্ধে পারফরম্যান্স মোটেও মাপকাঠি হতে পারে না। শক্তিশালী প্রতিপক্ষ কিংবা ভালো কোনও প্রতিযোগিতায় এমন পারফরম্যান্স করে দেখাক ও।’ হার্দিক কি আরপির এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? তাঁকে এ বার পরবর্তী কোন সিরিজে দেখা যায়, তার উপর বাকিটা নির্ভর করবে।

আপাতত, আজ, বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি উইকেট নিলে (আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার দিক থেকে) ভুবনেশ্বর কুমারকে স্পর্শ করবেন হার্দিক পান্ডিয়া। গোয়ালিয়রে হার্দিক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। নিয়েছিলেন ১টি উইকেট।