Virat Kohli : কিং কোহলির ক্লাসিক ইনিংস, বিরাটের শতরানে মুগ্ধ সচিন-যুবরাজ-এবিডিরা

Virat Kohli Century in IPL 2023: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে বিরাট কোহলির শতরানে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আইপিএল কেরিয়ারে ষষ্ঠ শতরান হাঁকানোর পর সোশ্যাল মিডিয়ায় বিরাটের জন্য শুভেচ্ছা বার্তার বন্যা বইছে।

Virat Kohli : কিং কোহলির ক্লাসিক ইনিংস, বিরাটের শতরানে মুগ্ধ সচিন-যুবরাজ-এবিডিরা
কিং কোহলির ক্লাসিক ইনিংস, বিরাটের শতরানে মুগ্ধ সচিন-যুবরাজ-এবিডিরাImage Credit source: IPL Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 1:54 PM

হায়দরাবাদ : সেঞ্চুরি হাঁকিয়ে, রেকর্ড গড়ে, দলকে প্লে অফের পথে এগিয়ে নিয়ে গেলেন কিং কোহলি। চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদের সূর্যোদয় হতে দিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। বছর চারেক পর কোহলির ব্যাটে আইপিএল শতরানের খরা কাটল। বিরাটের শতরান দেখে মুগ্ধ উপ্পলের হাউসফুল স্টেডিয়াম থেকে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের ঈশ্বর থেকে শুরু করে বিরাটের সতীর্থ ও প্রাক্তন তারকা ক্রিকেটাররাও কোহলির শতরান দেখে উচ্ছ্বসিত। আইপিএল কেরিয়ারে এটি বিরাটের ষষ্ঠ শতরান। সেঞ্চুরি হাঁকানোর পথে ৪টি ছয় ও ১২টি চার এসেছে বিরাটের ব্যাটে। কোহলির এই ক্লাসিক ইনিংস দেখে প্রশংসায় ভরিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), এবিডি থেকে যুবরাজ সিংরা। বিরাটের সেঞ্চুরির জন্য সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টুইটারে বিরাটের প্রশংসায় সচিন লেখেন, ‘বিরাট যখন প্রথম বলেই কভার ড্রাইভ খেলেল, তখনই স্পষ্ট ছিল যে দিনটা ওর হতে চলেছে। বিরাট এবং ফাফ দু’জনের ব্যাটিং সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। শুধুমাত্র ওরা অনেক বড় শট খেলেছে তেমনটা নয়, দু’জনেই উইকেটের মধ্যে ভালো দৌড়েছে এবং একটা সফল পার্টনারশিপও গড়ে তুলেছিল। ওরা যেভাবে ব্যাটিং করেছে তাতে ওদের জন্য মোট রান ১৮৬ যথেষ্ট ছিল না।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ টুইটারে বিরাট ও ফাফের জন্য লেখেন, ‘ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি একটা আলাদা স্টাইলে করে বিরাট ওর সেরা প্রদর্শন দেখাল। ফাফের জন্য মরসুমটা বেশ ভালো কাটছে।’

একঝলকে দেখে নিন বিরাটের শতরানের জন্য যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, এবিডিরা যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন –