IPL Auction 2024: চোখের পলকে কোটিপতি! নিলামে ঝড় তুললেন আনক্যাপড সমীর রিজভি-শুভম দুবে
Sameer Rizvi and Shubham Dubey Auction Price: তরুণ ক্রিকেটারদের নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ কম নয়। ভবিষ্যতের জন্য ভাবনাই এর নেপথ্যে কাজ করে। আর মহেন্দ্র সিং ধোনির মতো মাস্টারমাইন্ড যে এটা আরও ভালো জানেন! সমীর রিজভিকে ৮.৪০ কোটিতে নিল চেন্নাই সুপার কিংস! বয়স মাত্র ২০। তবে ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনা দেখিয়েছেন। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের কথা।
কলকাতা: সমীর রিজভি এবং শুভম দুবে। এত দিন নামগুলি পরিচিত ছিল ঘরোয়া ক্রিকেটের মঞ্চেই। রাজ্য স্তরেই জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল। কয়েক মিনিটের ব্যবধানে কেরিয়ারের মোড় ঘুড়ল সমীর রিজভি ও শুভম দুবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে তাঁদের নিয়ে আগ্রহ দেখা যাবে, এমনটা প্রত্যাশিত ছিল। যদিও এই দুই আনক্যাপড প্লেয়ারকে নিয়ে রীতিমতো ঝড় উঠবে, সেটা যেন অপ্রত্যাশিত ছিল। কে এই সমীর রিজভি ও শুভম দুবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তরুণ ক্রিকেটারদের নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ কম নয়। ভবিষ্যতের জন্য ভাবনাই এর নেপথ্যে কাজ করে। আর মহেন্দ্র সিং ধোনির মতো মাস্টারমাইন্ড যে এটা আরও ভালো জানেন! সমীর রিজভিকে ৮.৪০ কোটিতে নিল চেন্নাই সুপার কিংস! বয়স মাত্র ২০। তবে ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনা দেখিয়েছেন। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের কথা। অনূর্ধ্ব ২৩ রাজ্য দলের হয়েও খেলেছেন। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে গত সংস্করণে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সমীর রিজভি। নিলামেও ছয় মারলেন। তাঁকে নিয়ে বেশ কিছুক্ষণ লড়াই চলল। অবশেষে মহেন্দ্র সিং ধোনির টিমের খেলার সুযোগ পেলেন সমীর রিজভি।
Sameer Rizvi sold to CSK at 8.40cr.
– One of the finest players in the domestic circuit!pic.twitter.com/FxQy6pxyFZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ফিনিশার হিসেবে পরিচিত বিদর্ভের ক্রিকেটারকে নিল রাজস্থান রয়্যালস। এ মরসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ২২১ রান করেছেন শুভম দুবে। এর মধ্যে বাংলার বিরুদ্ধে ২১৩-র বিশাল রান তাড়া করতে নেমে ২০ বলে ৫৮ অপরাজিত ইনিংস খেলেছিলেন। স্ট্রাইকরেট প্রায় ১৮৮। মিডল অর্ডারে এমন এক ব্যাটারকে পেতে যে কোনও দলই ঝাঁপাবে।
Shubham Dubey sold to Rajasthan for 5.80 crores. pic.twitter.com/v75kVZga1O
— Johns. (@CricCrazyJohns) December 19, 2023
দুবাইতে নিলামে চেন্নাই, কলকাতা, রাজস্থানের নজরে ছিলেন শুভম দুবে। পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দিয়েছিলেন। নিলামের টেবলেও লড়াই হল। অবশেষে তাঁকে নিল রাজস্থান রয়্যালস।