AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa T20 2024: জোড়া জিরোর পর জো’বার্গে তরুণীকে কাঁদিয়ে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের!

IND vs SA 4th T20I 2024, Sanju Samson: প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন সঞ্জু। কিন্তু গত দু-ম্যাচে হতাশ করেছেন। বেরহায় ইনিংসের তৃতীয় এবং সেঞ্চুরিয়নে দ্বিতীয় ডেলিভারিতে শূন্য রানেই ফিরেছিলেন। জোহানেসবার্গে আরও একটা অবিশ্বাস্য ইনিংস সঞ্জু স্যামসনের।

India vs South Africa T20 2024: জোড়া জিরোর পর জো'বার্গে তরুণীকে কাঁদিয়ে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের!
Image Credit: PHILL MAGAKOE / AFP
| Updated on: Nov 15, 2024 | 10:10 PM
Share

ওয়াও… ওয়াও আর ওয়াও…। ধারাভাষ্যকারদের মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছে। এমনটাই হওয়ার কথা। ডারবানে বিশাল জয়ে সিরিজ শুরু করেছিল ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন সঞ্জু। কিন্তু গত দু-ম্যাচে হতাশ করেছেন। বেরহায় ইনিংসের তৃতীয় এবং সেঞ্চুরিয়নে দ্বিতীয় ডেলিভারিতে শূন্য রানেই ফিরেছিলেন। জোহানেসবার্গে আরও একটা অবিশ্বাস্য ইনিংস সঞ্জু স্যামসনের।

গত দু-ম্যাচে জিরোর পর ফের ফিরো সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে থেকে শুরু। পাওয়ার প্লে শেষ হলেও সঞ্জু স্যামসনের তাণ্ডব থামেনি। বরং গ্যাপ বের করেছেন অনবদ্য ভাবে। বিশেষ করে ইনসাইড আউট শটগুলো। লং অন, লং অফ বাউন্ডারি আলাদা করে বলার নেই। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই সঞ্জু জানিয়েছিলেন, টিমের তরফে স্বাধীনতার কথা। তেমনই স্কাইও বারবার বলে এসেছেন, সঞ্জু টিমের স্বার্থে খেলে। যে কারণে ৯০-এর ঘরে গিয়েও বাউন্ডারিরই চেষ্টা করে। আরও একবার সেটা দেখা গেল।

হাফসেঞ্চুরির পর আরও বিধ্বংসী মেজাজে সঞ্জু স্যামসন। এতে অবশ্য সামান্য দুর্ঘটনাও হল। তাঁর একটি ছয় গ্যালারিতে আছড়ে পড়ে এক তরুণীর গালে বল লাগে। এত জোরালো শট। খুবই ব্যাথা পেয়েছেন সেই তরুণী। কান্নায় ভেঙে পড়েন। দ্রুত বরফ ঘসে তাঁর শুশ্রুষা করা হয়। সঞ্জুর ব্যাটিংয়ের সময় প্রোটিয়া বোলারদেরই শুধু নয়, গ্যালারিতেও যে সতর্ক থাকতে হয়, একের পর এক শটে বুঝিয়ে দিলেন।

একদিকে, গত ম্যাচের সেঞ্চুরিয়ন তিলক ভার্মা। অন্যদিকে সঞ্জু স্যামসন। দু-জনেই যেন প্রতিযোগিতায় নেমেছিলেন। কে আগে সেঞ্চুরিতে পৌঁছবেন। অবশেষে সঞ্জুই আগে সেঞ্চুরিতে পৌঁছলেন। মাত্র ৫১ বলেই সিরিজের দ্বিতীয় এবং কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি সঞ্জু স্যামসনের।